letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de dhoa - aftermath

Loading...

[verse 1]
মাথার ভেতরে ধোঁয়া
দেখি শুধু তোমারই ছায়া
আমি আছি কিনা নেই তোমাদের মাঝে
জানি না এ এক কোন মায়া
মরে মরে বেঁচে থাকা
তুমি মোর অস্তিত্বের পোকা
কোনো এক সকালে জানি হারিয়ে যাবো
দিয়ে তোমাদের ধোঁকা

ধোঁয়ার কামড় আজ বুকে এসে বাঁধে
তোমার প্রিয় গানগুলো আজও শুনি মাঝে মাঝে
ধোঁয়াই স্বপ্ন গড়ে, স্পর্শ ভাঙে
ধোঁয়ায় মোর দুঃখগুলো আড়মোরে রাঙে

[guitar solo]
[verse 2]
আমার ঘরে অন্ধকার
সুবাসে ভরানো চিৎকার
ধোঁয়ায় হারানো আমি বলো কী করে আজ
শিখবো ভুল স্বীকার
পথহারা এলোমেলো ভাবনা
সাদাকালো তোমার আল্পনা
দুঃস্বপ্নের ঘোরে ঘুম ভেঙে চেয়ে দেখি
মিথ্যে আমার চেতনা

চোখের দৃষ্টি আজ ঘোলা হয়ে আসে
ধোঁয়ায় ছাড়া স্বপ্নগুলো মেঘ হয়ে ভাসে
পৃথিবীর সব আলো এক সুরে মিশে
লাল-নীল-সাদা রঙে আগুন জ্বালে

শেষ হয়নি গল্প, বাকি আছে অল্প
শেষ হয়নি গল্প, বাকি আছে অল্প

শীর্ষ অনুভুতির ঘোর ভর করে
ক্ষণস্থায়ী তন্দ্রার শিখরে
অবিরাম ভাবনার ঝংকারে

চেতনায় বেদনার অধরা দৈর্ঘ্য
অসম অনুকরণীয়
আবেগের মোহনায় না বলা গল্প
অর্থহীন, কিন্তু স্মরণীয়
কল্পনার স্থিরচিত্রে বিরাগী রাগি বহিঃপ্রকাশে
চূর্ণ-বিচূর্ণ ক্রোধের দ্রোহে
দূরে, নীড়ে, ভিড়ে, ধীরে
অপ্রকাশিত সৃষ্টি পোষে শেওলা মরীচিকা সাগরে
স্বর্গীয় মাধুর্যের প্রশ্রয়ে
বিস্ফোরিত চেপে থাকা জেদ হবে কি রঙধনু জোনাকি?
অর্থহীন, কিন্তু স্মরণীয়…

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...