letra de mora deho - yasir artist
মুহে আমার হাসি দেহস
মনেরটা কি হুনবি তুই?
মনে আমায় জিগায় কষ্ট
আর কতোকাল সইবি তুই?
নিজের কষ্ট নিজেই বুঝি
পরেরটা তে হাসবি তুই?
লাভ কি মাগনা কামলা খাইডা
সবাই খুজে সার্থ ওই!
আর কতো কাল এমনে চলবো
যেমনে চলে জীবনডা
ঘুমের থিকা উইডা দেহি
ঘড়ির কাডা ১২টা
১২ মাইশা বেরাম হইছে ওষুধ হইছে ১৩ডা
দেকলিনাতো মনের কষ্ট দেকলি খালি ভেড়া ডা
মায়ে আমার কয় টেকা দেয় পোলা ভালা ডা
টেকাই এহন সব যতোই হউক টেকা কালা ডা
টেকা থাকলে দেয় পতিবেশি গলায় মালা ডা
টেকা ছাড়া মাইর গুতা পিডে লাগে ছালা ডা
টেকা ছাড়া নাই পোলাপাইনের কোনো অস্তিত্ব
টেকা দিলে চারিপাশে বাড়ে খালি বন্ধুত্ব
টেকা ছাড়া ফামিলির কাছে নাইগা অস্তিত্ব
টেকা যদি না থাকে তুই কতা খালি হুনবিই তো
সমাজ এমন হইছে টেকা দিলে কইবো মার হাবা
যতো টেকা ততো জোরে হইবো খালি মারহাবা
টেকার কামে কতা কইলে জোরে খালি মার খাবা
আর জায়গা মতো টেকা ছাড়া গিয়া খালি ঘাড় খাবা
মুহে আমার হাসি দেহস
মনেরটা কি হুনবি তুই?
মনে আমায় জিগায় কষ্ট
আর কতোকাল সইবি তুই?
নিজের কষ্ট নিজেই বুঝি
পরেরটা তে হাসবি তুই?
লাভ কি মাগনা কামলা খাইডা
সবাই খুজে সার্থ ওই!
আর কতো কাল এমনে চলবো
যেমনে চলে জীবনডা
ঘুমের থিকা উইডা দেহি
ঘড়ির কাডা ১২টা
১২ মাইশা বেরাম হইছে ওষুধ হইছে ১৩ডা
দেকলিনাতো মনের কষ্ট দেকলি খালি ভেড়া ডা
খাড়া চোপ, জীবনের বেল বাজে না বেল বাজে ওই সারকাসে!
পেডের ওই খিদা লইয়া মাইনষে খালি ঘুরতাছে
কেও আবার টলার লইয়া আসমানে উরতাছে
জীবনের চলার পথে সবাই খালি ঘুরতাছে!
জীবনে চলবি কিদা তয় তরিকা জানা নাই
যে চলুক যেমনে ভাইয়া চলতে কোনো মানা নাই
তোর ডাকের পরেও যদি দেহস ডাকের সাড়া নাই
তাইলে একলা চল, একলা চল, একলা চলার মানা নাই!
আশেপাশে সুধখোড় – যতো বানাইয়াছে বিল্ডিং
৩ হাতের মাডীর জায়গা – ওর মরা দেহের ending
তাইলে বিল্ডিং কইরা লাভ কি? যদি ঠিকানা ওই কবর
খোদায় সব দিবো তয় জীন্দিগিতে ধরবি যদি সবর
একদিন মসজিদের মাইক দিয়া আমার কইবো মরার খবর
ওইদিন শত্রুরার আইয়া জিয়ারত করবো কবর
দিমু পরকালের ওই ঘুম সবাই কানবি বইয়া বইয়া
কিছু কাছের মানুষ থাকবো খালি কবর খানায় চাইয়া
আমার মা, তুই ভালো থাকিস আমি পরকালে খালি চইলা গেলে
এই খানেতে থাইকা লাভ কি? শুধু মান ছাড়া অবহেলা পেলে
আমি চইলা গেলে জানি এহন কষ্ট নাইগা কারো
আমার মরা দেহে সুই লাগে না যতোই খোচা মারো!
letras aleatórias
- letra de paro(noia) - dc (uk)
- letra de just breathe* - andy mineo
- letra de copyright - period tears
- letra de seyahatname - intizam
- letra de još malo - lutajuća srca
- letra de reel goons (cold north remix) - reel wolf
- letra de clean socks - yuno miles
- letra de himlen på jorden - lukas holgersson
- letra de poche - nero 42
- letra de $$omeday - gho$