
letra de mathaye haat - whysir aka sayak, knawck & deymon
[chorus]
তোর পড়বে মাথায় হাত, তোর কোন ঠিকানায় বাস?
মামাদের তাড়া খেলে, বোকা তুই কোন এলাকায় যাস?
তোর পরবে মাথায় হাত, যখন চড়বে মাথায় চাপ
আমাদের পালায় এলে পালিয়ে থোরাই কুলকিনারা পাস?
তোর পড়বে মাথায় হাত, তোর কোন ঠিকানায় বাস?
আমাদের পাল্লায় পড়ে গেলে তোর চরকি নাচাই কাজ
তোর পড়বে মাথায় হাত, যখন চড়বে মাথায় চাপ
হারামের ধান্দায় বেঁচে, বোকা তোর পড়ছে মাথায় হাত
[verse 1]
আহা, কুমির আর বাঘের মাঝে জমিটা কাদের আছে?
ঝামেলায় কারা পড়ে? সুবিধা যাদের লাগে!
মাথায় জটা বাপের হাত ওজন আর কত তাদের নাম
সব বোঝা যায় হাতেনাতে কে আসল কে বাতেলাতে
নজর বলে তার আন্দাজে ঢিল ছুড়ে হাত লোকাস
নেই কথার কোনো দাম
আর কথা বেচে খাওয়ার পেটে হজম হবে না
শান্তির ছেলে, মাকে বেশ্যা বানিয়ে সবার বলো না
order করো না
কারণ সব মাথা কেনা যাবে না তোর টাকা দিয়ে
বল তুই সব মামা কি হাঁটে সব এলাকায় দিয়ে?
তোর এখানে সব চালাকি বের করে দেবে তাড়া দিয়ে
নাভিশ্বাস তুলে দেবে ছেলেপুলে গলায় পারা দিয়ে
সাদামাটা হলে কাটা পড়ে যায়, চলে যায়
ধামাচাপা পড়ে সাফা, লোকে যায় ভুলে যায়
আগে বাঁচায় পরে আদায় করে নেয় ঘুরিয়ে নেয়
আগে মাথায় তুলে নাচায়, পরে দেয় বুঝিয়ে দেয়
[chorus]
তোর পড়বে মাথায় হাত, তোর কোন ঠিকানায় বাস?
মামাদের তাড়া খেলে, বোকা তুই কোন এলাকায় যাস?
তোর পরবে মাথায় হাত, যখন চড়বে মাথায় চাপ
আমাদের পালায় এলে পালিয়ে থোরাই কুলকিনারা পাস?
তোর পড়বে মাথায় হাত, তোর কোন ঠিকানায় বাস?
আমাদের পাল্লায় পড়ে গেলে তোর চরকি নাচাই কাজ
তোর পড়বে মাথায় হাত, যখন চড়বে মাথায় চাপ
হারামের ধান্দায় বেঁচে, বোকা তোর পড়ছে মাথায় হাত
[verse 2]
আমরা সিন-ফিন চুদি না, এটা syndicate, friend
এখানে bar খেলে খুদিরাম, চলে risky লেনদেন
তোর মতো পা চেটে উঠি না, we conquer, simplemente
বাঁড়া ধরে মুতি না, আমরা independent
এটা ব্যাটা চড়াই পাখির সুর নয় বাঁড়া লড়াই করার গান
হয়তো শুনলে ফুটবে রক্ত, উঠবে অস্ত্র, ঝরবে প্রাণ
হয়তো পাগলামি থামবে না, ঝরবে রক্ত, জ্বলবে গ্রাম
এখানে শিক্ষা দিতে বুক নয় সাথে ধরাই তোদের গান্ড
[bridge]
আজ তুই কে? চিনিয়ে দে নিজেকে!
যেটা তোর ভাগ হয়ে তুই দে বিলিয়ে দে নিজেদের
আজ তুই কে? চিনিয়ে দে নিজেকে!
কিন্তু যা প্রাপ্য তোর নে ছিনিয়ে নে খিদেতে
[chorus]
তোর পড়বে মাথায় হাত, তোর কোন ঠিকানায় বাস?
মামাদের তাড়া খেলে, বোকা তুই কোন এলাকায় যাস?
তোর পরবে মাথায় হাত, যখন চড়বে মাথায় চাপ
আমাদের পালায় এলে পালিয়ে থোরাই কুলকিনারা পাস?
তোর পড়বে মাথায় হাত, তোর কোন ঠিকানায় বাস?
আমাদের পাল্লায় পড়ে গেলে তোর চরকি নাচাই কাজ
তোর পড়বে মাথায় হাত, যখন চড়বে মাথায় চাপ
হারামের ধান্দায় বেঁচে, বোকা তোর পড়ছে মাথায় হাত
[outro]
নয় ধরবি নইলে ছাড়বি, তাই হারানোর নাই
জীবনে মরবি না হলে মারবি, তাই পালানোর নাই
নয় ধরবি নইলে ছাড়বি, তাই হারানোর নাই
জীবনে মরবি নইলে মারবি, তাই পালানোর নাই
letras aleatórias
- letra de dancing all the way to hell - mando diao
- letra de sofía - mario bautista
- letra de when the fires come - kero kero bonito
- letra de note - uochi toki
- letra de inner space funk (ft. katrina blackstone) - bluetech
- letra de run - kanga
- letra de chaise longue - taïpan
- letra de wonderful christmastime - kylie minogue
- letra de comme un fou - elsa lunghini
- letra de lost my innocence - g-paper