
letra de dewale pith - whysir aka sayak, knawck & deymon
[chorus]
মাথাতে চিন্তা তুই, বেকারই নিস, দেওয়ালে পিঠ
eat sleep ঘুরে দাঁড়াবো repeat, এটাই তো peace
সামাজিক চিৎকারে ভিড়িস না ভিড়িস না please, দেওয়ালে পিঠ
eat sleep ঘুরে দাঁড়াবো repeat, এটাই তো peace
[verse]
যাবো আমি একা আমি একা যেমন এসছি (এসছি)
রাখো তোমার বালের সমাজ, বালের presure, রাখো বাঁড়া prestige (prestige)
অর্ধেকের বেশি বাঁড়া জালি মাল, শিল্পীর চপে চুল, সব বাঁড়া তেল দিস
আদায়ে করতে মাথায় চলতে এখানে সব ব্যাথা রেন্ডি (রেন্ডি)
লোকে বলে তুই ও তো এক সায়েক তুই কেনো জ্ঞান দিস?
কারণ আমি এক না, আমি এক এবং অদ্বিতীয়
বড্ড ego, উঠতে না পারলেও আমি ভর দিইনি bro
আমাকে পেতে হলে শুধু শয়তানের সাথে খালি তুমি god মিলিও
আমি মর্ত্যেরই লোক কিন্তু সর্বশ্রেষ্ঠ
হয়তো মাঝেসাঝে দেখে মনে হবে ‘i’m a loss project (no!)
আমি fire আসি বার বার খিদে আছে বাঁচবার
dna তে hardwork, ঘড়ি দেখে না ভালোবেসে করি কাজ
আর ঐটাই আমার smart watch
গোনা থাকে ঘাসে ক’টা সাঁপ করে বাস
আমার মাপা আছে চারপাশ
মাথায় না messi আমি মাঠে baresi
জীবনে কাটানো যাবে না কোনো tough luck
bangla mafioso gotta tackle the reality with tough heart
করি জয়, আমার তেত্রিশ কোটি পরিচয়
করি excellent হরির অভিনয়ে
আমায় save দিলে তুই homie নয়, কারণ ধান্দা সব
হাত মেলানোর আগে পাঞ্জা লড়
তোর চোখ দেবি পরিচয়, after all
is it fear or you trust the lord
তোর আত্মবিশ্বাস বলে দেবে তুই সিরাজ না মীরজাফর
[pre-chorus]
হাজারবার প্রশ্ন কর নিজেই পারবি না কেন?
পাঁচশবার প্রশ্ন কর নিজেই পারবি না কেন?
একশবার প্রশ্ন কর নিজেই পারবি না কেন?
আরেকবার প্রশ্ন কর নিজেই পারবি না কেন, না কেন?
[chorus]
মাথাতে চিন্তা তুই, বেকারই নিস, দেওয়ালে পিঠ
eat sleep ঘুরে দাঁড়াবো repeat, এটাই তো peace
সামাজিক চিৎকারে ভিড়িস না ভিড়িস না please, দেওয়ালে পিঠ
eat sleep ঘুরে দাঁড়াবো repeat, এটাই তো peacе
[outro]
যাবো আমি একা আমি একা যেমন এসেছি (এসছি)
রাখো তোমার বালের সমাজ, বালের presure, রাখো বাঁড়া prestigе (prestige)
letras aleatórias
- letra de icy - tate mcrea
- letra de saree - ayyjeet
- letra de vulnerable god - prof
- letra de сніг за вікном (snow outside the window) - азіза (aziza) (ukr)
- letra de честно говоря (honestly) - baby melo
- letra de freestyle 1er mouvement - h jeunecrack
- letra de maladif - h'trip
- letra de one dollar - cole myer
- letra de me conheço - almério
- letra de dvno x ny excuse (aaa) - justice