letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de pothchola - warfaze

Loading...

এ মন উন্নাস, ক্ষিপ্ত, রিক্ত
পথ চেনা, নেই কোনো আনন্দ
অথচ এমন কত উৎসাহে রচে সদা তন্ময় বসন্ত

আমি আশ্বাস, সুরেরই নিঃশ্বাস শুনেছি
যখন তোমায় চুমি
তবুও ভাবিনি তোমায়, নিষ্ঠার মূর্তি তুমি
মুগ্ধ নিমিষের ছবি

মোর ঘরের মাঝে পাঁচিল ভেঙে
আসে বাস্তুহারার শত কান্না
প্রতিটি সন্ধ্যায় একা একা বসে ভাবি
বিটোফেন, শংকর আর না

এ পৃথিবীর কালো জলে, বিদ্যুতে
বাজে পুড়ে জ্বলুক লক্ষ নদী
হয়তোবা আমি তার পাশে বসে দেখছি
পল ক্লি, মাতিসের ছবি

অথচ কি আনন্দ, কি ভয়াবহ আনন্দ!
মদিরা চালে দেখো নর-নারী চলে
কামনা-বাসনা দূরন্ত
অথচ এই পরকীয়া, দূর্বহ এই আল্পনা
লক্ষ রক্ত চোখ নীলিমা চিরে খোঁজে আশা, ভালোবাসা
হায়, আশা, ভালোবাসা
এ মন উন্নাস, ক্ষিপ্ত, রিক্ত
পথ চেনা, নেই কোনো আনন্দ
অথচ এমন কত উৎসাহে রচে সদা তন্ময় বসন্ত

আমি আশ্বাস, সুরেরই নিঃশ্বাস শুনেছি
যখন তোমায় চুমি
তবুও ভাবিনি তোমায়, নিষ্ঠার মূর্তি তুমি
মুগ্ধ নিমিষের ছবি

মোর ঘরের মাঝে পাঁচিল ভেঙে
আসে বাস্তুহারার শত কান্না
প্রতিটি সন্ধ্যায় একা একা বসে ভাবি
বিটোফেন, শংকর আর না

এ পৃথিবীর কালো জলে, বিদ্যুতে
বাজে পুড়ে জ্বলুক লক্ষ নদী
হয়তোবা আমি তার পাশে বসে দেখছি
পল ক্লি, মাতিসের ছবি

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...