letra de obak bhalobasha | coke studio bangla - warfaze
[choir intro]
[verse 1: babna karim]
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা-হা, আহা-হা, হা-হা
আহা-হা, আহা-হা
[pre-chorus: babna karim]
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গহীনে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা-হা, আহা-হা, হা-হা
আহা-হা, আহা-হা
[chorus: babna karim]
শুভ্র বালির সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে
কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়
[instrumental break]
[verse 2: palash noor]
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহা-হা, আহা-হা, হা-হা
আহা-হা, আহা-হা
[pre-chorus: palash noor]
সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে
হৃদয় গহীনে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহা-হা, আহা-হা, হা-হা
আহা-হা, আহা-হা
[chorus: palash noor]
শুভ্র বালির সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে
কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হীরা পান্না
সাগরের বুকে আল্পনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়
[instrumental outro]
letras aleatórias
- letra de deconstruction - the gibson band
- letra de jungle (mixed) - mae stephens, alok & the chainsmokers
- letra de заново (again) - emotion luvv, soul da bless
- letra de roar of dedede (forgo dedede) with lyrics! - drama josh
- letra de no lie (freestyle) - queskii
- letra de la mélancolie de ma vie - ledoc_mc
- letra de steckt sie alle in ein lager - versaute stiefkinder
- letra de picture me old - johnny sebastian
- letra de thank you for everything - toni rams
- letra de something - himesh patel