
letra de joto durey - warfaze
চুপচাপ চারিদিক, মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে মন যে হারা
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলি হয়ে রবে তুমি আমারই চিরকাল
যত দূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
যতদূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
কত কাল রয়েছি তোমারই পথ চেয়ে
কত রাত কেটেছে তোমারই আশাতে
কত কাল রয়েছি তোমারই পথ চেয়ে
কত রাত কেটেছে তোমারই আশাতে
যত দূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
যতদূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
চুপচাপ চারিদিক, মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে মন যে হারা
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলি হয়ে রবে তুমি আমারই চিরকাল
যত দূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
যতদূরেই থাকো, রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
letras aleatórias
- letra de carti owns christmas - prod.ilomilo
- letra de violence - breeder lw
- letra de поток (flow) - streepclubb
- letra de llegó latin funk - prieto mc
- letra de mos harro - yll limani
- letra de kristallmatte - shindy
- letra de the three of us - michael mckean & megan lawrence
- letra de speechless - fere
- letra de forever - suho
- letra de roblox money - yungzawaa