letra de hotasha - warfaze
সকাল থেকে রাত্রি সময় কাটে না যে
নানান বাজে চিন্তা আমায় ঘিরে রাখে
অন্তরের ভেতর শুধু কষ্টের হাহাকার
বিষন্নতার আভা সদা আমার আকাশে
হতাশা
হতাশা, হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা, হতাশা
দিশেহারা আমি আঁধারে একা
একা আঁধারে হায় বসে থাকি শুধু ভাবি
শেষ কবে হতাশার
ভালোবাসার ক্ষত শুকোয়নি যে আজও
তোমার মধুর কন্ঠ আজও কানে বাজে
জীবন আমার শুধুই যেন কষ্টের বোঝা হায়
সব নেশার বড় নেশা কষ্টের মাদকতা
হতাশা
হতাশা, হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা, হতাশা
দিশেহারা আমি আঁধারে একা
একা আঁধারে হায় বসে থাকি শুধু ভাবি
শেষ কবে হতাশার
হতাশা, হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা, হতাশা
দিশেহারা আমি আঁধারে একা
সুদিন আমার সয়না তাই দুঃখ ফিরে আসে
হতশাগুলো বুঝি আজ মুখ চেপে হাসে
জীবন আমার শুধুই যেন কষ্টের বোঝা হায়
সব নেশার বড় নেশা কষ্টের মাদকতা
হতাশা, হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা, হতাশা
দিশেহারা আমি আঁধারে একা
হতাশা, হতাশা
কালো ছায়া হয়ে জড়িয়ে আছে
হতাশা, হতাশা
দিশেহারা আমি আঁধারে একা
হতাশা
letras aleatórias
- letra de venere - ercole
- letra de 96 knicks - smoke dza
- letra de bloom (remastered) - enoi
- letra de good vibes - the instrumental 5
- letra de evigheten i en obrytbar cirkel - armagedda
- letra de blessings - polonake
- letra de disease clown - pure gutted
- letra de новый - faxsman
- letra de overthinking - ryyzn
- letra de come back - castilho