letra de harie tomake - warfaze
Loading...
শুধু শুধুই ভাবনা
যেতে চাইলে যাও চলে যাও
তবু কেন এ কান্না
জানি ভালো থাকতে
শুধু বলো না ভুলতে
চাই না বাঁচার উপদেশ
দিন এমনই কাটবে
খেয়ালের ফাঁদে
তোমাকে… মনে পড়বে
যখনই জোছনা হাসে
তোমাকে… মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে
বর্ষা কাঁদে
যে মোহের বন্যায়
ভেসে যাওয়ায় ধন্য হলে
তাতে পারিনি ভাসতে
অস্তিত্ব ভুলে… ভুলে
তাই বলো না চলতে
স্থবিরতাই সঙ্গী হলে
মন পড়েই থাকলে
হতাশার ফাঁদে
তোমাকে… মনে পড়বে
যখনই জোছনা হাসে
তোমাকে… মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে
বর্ষা কাঁদে
যে যায়… যাওয়ার পথে
দেয়াল ভাবার কোনো স্বপ্ন নাই
যতই… কাঁদাও আমায়
চলি একা পথে
তোমাকে
letras aleatórias
- letra de tell me - kiiko blak
- letra de the drug club - justiiice
- letra de must be a fairytale - diexis
- letra de demedi deme (allame diss) - uur
- letra de diamond in the rough - wes-tone
- letra de only you - stuart matthew
- letra de whose child? - peculate
- letra de i'm the man - montana of 300
- letra de outro (sign off) - the super d3shay
- letra de crooked way - propaganda