letra de boshe achi eka - warfaze
বসে আছি একা
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বহে হিমেল বাতাস
সোনালী আভায় সাথে ফিরি আমি
মেঘে মেঘান্তরে
হিমেল বাতাসে ডানা মেলি আমি
দূরে দূরান্তরে
বসে আছি একা
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বহে হিমেল বাতাস
পাখিরা সব মেতেছে আজ কুঞ্জবনে
মাতাল করেছে এই মন
গানে গানে নিবিড়ে আজ
কেটে যায় এ ক্ষণ
প্রজাপতি হয়ে ফিরবো ফুলে ফুলে
তবু কেন এত ব্যথা
জাগে মনে অশ্রুধারা
হৃদয়!
বসে আছি একা
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বহে হিমেল বাতাস
পাখিরা সব মেতেছে আজ কুঞ্জবনে
মাতাল করেছে এই মন
গানে গানে নিবিড়ে আজ
কেটে যায় এ ক্ষণ
প্রজাপতি হয়ে ফিরবো ফুলে ফুলে
তবু কেন এত ব্যথা
জাগে মনে অশ্রুধারা
হৃদয়!
বসে আছি একা
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বহে হিমেল বাতাস
সোনালী আভায় সাথে ফিরি আমি
মেঘে মেঘান্তরে
হিমেল বাতাসে ডানা মেলি আমি
দূরে দূরান্তরে
সোনালী আভায় সাথে ফিরি আমি
মেঘে মেঘান্তরে
সেই হিমেল বাতাসে ডানা মেলি আমি
দূরে দূরান্তরে
সোনালী আভায় সাথে ফিরি আমি
মেঘে মেঘান্তরে
হিমেল বাতাসে ডানা মেলি আমি
দূরে দূরান্তরে
সোনালী আভায় সাথে ফিরি আমি
মেঘে মেঘান্তরে
হিমেল বাতাসে ডানা মেলি আমি
দূরে দূরান্তরে
letras aleatórias
- letra de piénsame (mariachi) - cazzu
- letra de ojale - headless guey
- letra de face2face - soyrica
- letra de liquified remains - squid pisser
- letra de pixel expedition - gonemage
- letra de грязные сиськи (dirty tits) - шоппер (shopper)
- letra de ギリギリ ride it out - fantastics from exile tribe
- letra de evil eyes - micia
- letra de missing piece (live at sydney opera house) - vance joy
- letra de luftballon - luna klee