
letra de shesher opashe - vibe (bgd)
Loading...
[instrumental intro]
[verse 1]
সকল রঙের অলীক স্পর্শ
সব দেখার অন্তিম প্রতিফলন
সব আকৃতির শেষ রূপে
জানা-অজানার অপরিণত সুর
জীবন শিখার আলোতে
বিকিয়ে দেওয়া সত্তার শেষ
[chorus]
রাতের আঁধার সকল প্রশ্নের জড়তা সব অজানা
নিজেকে জানার আশাতে
সকল প্রশ্নের রূপকার সবই শেষের ওপাশে
[instrumental break]
[verse 2]
নিজ পৃথিবীর মলিনতা
আশ্রয় নেয় যার মাঝে
সকল অচেনার ভরা দুপুর
নুয়ে পড়ে যে তার সাজে
জীবন লেখার স্মারকে
শেষ অধ্যায়ের রচনাতে
[chorus]
রাতের আঁধার সকল প্রশ্নের জড়তা সব অজানা
নিজেকে জানার আশাতে
শেষের ওপাশে সকল প্রশ্নের মিছিলে যত সংশয়
বিকিয়ে যাবে স্বর্গ-নরকে
[instrumental break]
[verse 3]
আমার চেতনার ওপাশে
হাতছানি দেয় আমায় স্বর্গ
জানি না কী কারণে
চাইনা যেতে ওপাশে
[instrumental outro]
letras aleatórias
- letra de mr hornsman - welton irie
- letra de u dobru i zlu - ivan kukolj kuki
- letra de what do you want from me? - ricki-lee
- letra de newjazz #1 - letwelvee "twelve"
- letra de tawk diphrant - bangz sodagod
- letra de my worst dream - david goyette
- letra de how to make men respect you - maethepirate
- letra de be the sky - sơn tùng m-tp
- letra de lose control! - luhstar
- letra de balmain - remers