letra de eibela seibela - ur udoy
এইবেলা সেইবেলা
আলো আঁধারির খেলা
ঝিঁঝিরা ডাকে আপন সুরে
ঝোনাকির আলো হৃদয় জুড়ে
সন্ধ্যা মালতীর মিষ্টি ঘ্রাণে
সুবাস জাগে নির্মল প্রাণে
পাখিরা সব এল ফিরে
স্বয়ংগীতি গাইছে নীড়ে
আকাশ ভরা তারা
অঢেল প্রেমের ধারা
বইছে মনের উঠুন জুড়ে
শালিক চেঁচায় পথের মোড়ে
এইবেলা সেইবেলা
এইবেলা সেইবেলা
বৃষ্টি ভেজা সকাল বেলা
হাওয়ায় ভাসে সুখের মেলা
মেঘের দেশে যাব উড়ে
দেখব তোমায় নয়ন ভরে
বাঁশির রানী তোমার বাঁশির সুরে
লাল গোলাপের পাপড়ি ঝরে
মধ্য রাতে ঢেউ ভেসে যায়
মাঝ পুকুরে চাঁদনি লুটায়
দূর নিলীমার জ্যোৎস্নার আলো
মনটা আমার খেই হারালো
এইবেলা সেইবেলা
এইবেলা সেইবেলা
আলো আঁধারির খেলা
ঝিঁঝিরা ডাকে আপন সুরে
ঝোনাকির আলো হৃদয় জুড়ে
সন্ধ্যা মালতীর মিষ্টি ঘ্রাণে
সুবাস জাগে নির্মল প্রাণে
পাখিরা সব এল ফিরে
স্বয়ংগীতি গাইছে নীড়ে
আকাশ ভরা তারা
অঢেল প্রেমের ধারা
বইছে মনের উঠুন জুড়ে
শালিক চেঁচায় পথের মোড়ে
এইবেলা সেইবেলা
এইবেলা সেইবেলা
বৃষ্টি ভেজা সকাল বেলা
হাওয়ায় ভাসে সুখের মেলা
মেঘের দেশে যাব উড়ে
দেখব তোমায় নয়ন ভরে
বাঁশির রানী তোমার বাঁশির সুরে
লাল গোলাপের পাপড়ি ঝরে
মধ্য রাতে ঢেউ ভেসে যায়
মাঝ পুকুরে চাঁদনি লুটায়
দূর নিলীমার জ্যোৎস্নার আলো
মনটা আমার খেই হারালো
এইবেলা সেইবেলা (4x)
letras aleatórias
- letra de fall for your type (feat. drake) - jamie foxx feat. drake
- letra de make a change - capo ja
- letra de 恋をしている (i'm in love) - every little thing
- letra de sun is up - 88glam
- letra de また あした (see you tomorrow) - every little thing
- letra de the architect - half gringa
- letra de accordion - smiles the grinner
- letra de fit n full - samia
- letra de アイガアル (have love) - every little thing
- letra de lose head - svcce