letra de chirol chirol - upol islam
লাল পুতুলে নীল পুতুলে ছিলো না যে মিল
আড়ি খেলায় বাড়াবাড়ি সাজ দুয়ারে খিল
পুতুল রানীর বিয়ে হবে দোলের পূর্নিমাতে
আবীর মাখা জোছনা রাতে দেখা তোমার সাথে
চিরল চিরল তেতুল পাতা তেতুল বড় টক
তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ
চিরল চিরল তেতুল পাতা তেতুল বড় টক
তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ
হেলাফেলা সারাবেলা পুতুল রানীর মান
মন বসেনা আর তো আমার খেলার অবসান
খেলার পুতুল রইলে পড়ে তোমার পুতুল হই
মনে মনে পুতুল ঘরে তোমার সনে রই
আমি তোমার সনে রই
চিরল চিরল তেতুল পাতা তেতুল বড় টক
তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ
চিরল চিরল তেতুল পাতা তেতুল বড় টক
তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ
খেলার ছলে পুতুল ফেলে জমিয়ে রাখা জল
কেউ দেখেনা দেখলে ভাবে আহা কি সরল
তবু মনের দু: খ মনে রেখেই পুতুল খেলে যাই
সময় এলেই বলে দিবো “পুতুল বাড়ি নাই”
ও বন্ধু “পুতুল বাড়ি নেই”।
চিরল চিরল তেতুল পাতা তেতুল বড় টক
তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ
letras aleatórias
- letra de каждый кошмар (every nightmare) - фрэнк? (frankvopros)
- letra de örümcek hisleri - kum & bedeviler
- letra de hating - dc the don
- letra de hbu - slowmo stone
- letra de love you - jennylee
- letra de sokole - suzana jovanović
- letra de difícil é controlar a paixão - wanessa camargo
- letra de roger23 - couple months went by, started seeing it for what it is - roger23
- letra de shachor lavan - שחור לבן - aviv geffen - אביב גפן
- letra de woju - graceman piezzy