
letra de mon kharap - twelve
নিয়ে একরাশ মন খারাপ
আমি সিগারেটে সুখটান দিই
ভীষণ একা লাগে তুই ছাড়া
কেন দূরে সরিয়ে দিলি।
হৃদয়ে ভিড় করে বেদনারা
বেলাশেষে স্বপ্নেরা পুড়ে ছাই
তোকে ভোলার বৃথা চেষ্টায়
আমি রোজ রাতে হচ্ছি high
demon আবির্ভূত হয় রাতে
দুজনের নেশা চলে একসাথে
চোখে সব ঝাপসা ধোঁয়াতে
ধুনকি এমন আমি ভাসি হাওয়াতে
দরজায় টোকা, আমি দরজা খুলি
লাল ড্রেসে তুই আমার ঘরে পা দিলি
স্বর্গের সিঁড়ি বেয়ে আমি পৌছলাম তোর শরীরে
ক্রমাগত বেড়ে, চলে আমার খিদে
নীল আলোদের ভিড়ে আমি খুঁজি গোলাপী
tattoo আঁকা খোলা পিঠ
ঠোঁট দুটো বোলাবো তোর চুলগুলো সরা প্লিজ
আদর দিয়ে আমার সব দুঃখদের ভোলা তুই
আমি ashtray-এর তলানি
ঠোঁটে ঠোঁট মিশিয়ে তুই আরও নেশা চড়ালি
তারপর একটা সিগারেট ধরালি
blowback দিলি আমায় নিশ্বাসে জড়ালি
আমায় নিশ্বাসে জড়ালি
আমায় তোর আকাশে ওড়ালি
crush করে রোল করে আবার একটা ধরালি
আলতো কামড় দিলাম আমি তোর ঘাড়ের কাছে
তোর কাঁধে মাথা রেখে ভালোবাসা বাঁচে
তোর কোলে মুখ গুঁজে ভালোবাসা খুঁজি আমি তোর শরীরের প্রতিটা ভাঁজ চিনি
শীতকাল নেমে আসে, ঘর জুড়ে বরফ পড়ে
তবু তুই আর আমি, উষ্ণতায় ঘামি
চোখের পলক ফেলতেই তুই দূরে চলে গেলি
যেন কোনো আলেয়া কিংবা মরীচিকা
আমি আবার ফিরে এলাম কল্পনার কুঁড়ে ঘরে
নিয়ে একরাশ মন খারাপ
আমি সিগারেটে সুখটান দিই
ভীষণ একা লাগে তুই ছাড়া
কেন দূরে সরিয়ে দিলি।
হৃদয়ে ভিড় করে বেদনারা
বেলাশেষে স্বপ্নেরা পুড়ে ছাই
তোকে ভোলার বৃথা চেষ্টায়
আমি রোজ রাতে হচ্ছি high
demon আবির্ভূত হয় রাতে
দুজনের নেশা চলে একসাথে
চোখে সব ঝাপসা ধোঁয়াতে
ধুনকি এমন আমি ভাসি হাওয়াতে
তুই আমার অসুখ, ধু ধু ময়দান
তুই আমার ওষুধ, love you meri jaan
এ ঘোরে কাটুক রাত আসেনা যেন দিন
অন্ধ হয়েও চিনবো তোকে স্বপ্ন সীমাহীন
জড়িয়ে ধরে তোকে আবার মিশবো ধোঁয়াশাতে
শরীর মনে ডুব দেবো এক অঙ্গীকারে
ভেসে ভেসে আমরা ভিজবো ঝোড়ো বৃষ্টিতে
মাটি জুড়ে কাদা মাখবো ধোঁয়া ভরা মেঘেতে
ছায়া ঘেরা অভিসারে মায়ার সন্ধিক্ষণ
নেশা করার থাকে নাকি specific দিনক্ষণ
নেশায় বুঁদ আমি যেন না ফিরুক চেতনা
ভালোবেসে জানি না আমি হারাবো যে কতবার!
নিয়ে একরাশ মন খারাপ
আমি সিগারেটে সুখটান দিই
ভীষণ একা লাগে তুই ছাড়া
কেন দূরে সরিয়ে দিলি।
হৃদয়ে ভিড় করে বেদনারা
বেলাশেষে স্বপ্নেরা পুড়ে ছাই
তোকে ভোলার বৃথা চেষ্টায়
আমি রোজ রাতে হচ্ছি high
demon আবির্ভূত হয় রাতে
দুজনের নেশা চলে একসাথে
চোখে সব ঝাপসা ধোঁয়াতে
ধুনকি এমন আমি ভাসি হাওয়াতে
letras aleatórias
- letra de bir günüm olsan - sirmc
- letra de magpakailanman ikaw at ako - nora aunor & tirso cruz iii
- letra de original sin (album version) - inxs
- letra de 1gang - pradabagshawty
- letra de tomodachi - holy kidd
- letra de audi - jscratch
- letra de k.i.s.s. - the violet sunsets
- letra de intro - findmysoul, threesi
- letra de не обижайся (ne obizhaysya) - волк на bmw (volk na bmw)
- letra de un velero llamado libertad - porretas