letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de brishty - topu

Loading...

আমার আছে একটা গল্প পুরোনো
আর আছে একটা গান
যা শুনতে তোমার সময় নেই কোনো

ছিলোনা ইচ্ছে কখনো
এভাবেই সব হারায়
আর ফিরে আসেনা
নিজেকে ছুঁড়ে দেই বৃষ্টিতে
বৃষ্টি ধুয়ে দেয় কান্না জল
যা তোমায় নিয়ে
বৃষ্টি দেয় বিদায় দুক্ষ যা
আজ আমায় ঘিরে
আমায় জড়াও এই রাতের যাদুতে
জীবন আজ শুধু নিশ্বাসে
দিওনা যেতে
আমি বৃষ্টি দেখতে চাই
ভালবাসা চাই শুরু থেকে
এভাবেই সব হারায়
আর ফিরে আসেনা
নিজেকে ছুঁড়ে দেই বৃষ্টিতে
বৃষ্টি ধুয়ে দেয় কান্না জল
যা তোমায় নিয়ে
বৃষ্টি দেয় বিদায় দুক্ষ যা
আজ আমায় ঘিরে।

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...