letra de bhalobashii - topu
এত ভেবে কি হবে
ভেবে কে করেছে কি কবে
ভাবছি না আজ, যা হবে হবার
এত দিন পারি নি
জানো তো আমি এমনি
বলতে চাই আজ, এখনই বলে দিই
ভালবাসি, ভালবাসি
ভালবাসি, ভালবাসি
চুপ করে থেকো না
কিছু তো বল, হ্যাঁ অথবা না
হ্যাঁ যদি হয় হবে, না যদি হয় তবে
কিছু বলো না
তুমি ভেবো না, ভাঙবে না বন্ধুত্বটা
হ্যাঁ যদি হয় হবে, না যদি হয় তবে
কিছু বলো না
ভালবাসি (তোমাকে), ভালবাসি (বলে)
ভালবাসি (তোমাকে), ভালবাসি
ভালবাসি (তোমাকে), ভালবাসি (বলে)
ভালবাসি (তোমাকে), ভালবাসি
এত ভেবে কি হবে
ভেবে কে করেছে কি কবে
ভাবছি না আর, যা হবে হবার
এত দিন পারি নি
জানো তো আমি এমনি
বলতে চাই আজ, এখনি বলে দিই
ভালবাসি (এটুকু শুধু বলার)
ভালবাসি (তুমি শুনে নাও না)
ভালবাসি (ফিরিয়ে দিও না)
ভালবাসি
ভালবাসি (এটুকু শুধু বলার)
ভালবাসি (তুমি শুনে নাও না)
ভালবাসি (ফিরিয়ে দিও না)
ভালবাসি
ভালবাসি (এটুকু শুধু বলার)
ভালবাসি (তুমি শুনে নাও না)
ভালবাসি (ফিরিয়ে দিও না)
ভালবাসি (ও-ও-ও-ওহ)
ভালবাসি (এটুকু শুধু বলার)
ভালবাসি (তুমি শুনে নাও না)
ভালবাসি (ফিরিয়ে দিও না)
ভালবাসি
letras aleatórias
- letra de mut zur katastrophe - kerstin ott
- letra de no preguntas - 4l javi
- letra de φύγε από 'δω - kavi gunlifa
- letra de play me like a violin - radio edit - brighi
- letra de guess you've got to - what do i get?
- letra de miss u girl - deebo da iceman
- letra de silent lucidity (mtv unplugged) - queensrÿche
- letra de sir dupont (open) - rocket riestra
- letra de boyfriend - florence rose
- letra de family - e-40