letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de alada - topu

Loading...

আমি তো নই দেখতে
যেমনি হই চুপচাপ
সাদা কালো সাদা সিধা

তোমাকে তাই আজকে
বোঝাতে চাই আমি
ওদের মতো না
যেই বলে হুংকারে নীতিবান আমি
কাছ থেকে তাকে দেখে
ভেবো নিজেকে দামি
সেই বলে প্রচারটা চাই না আমি
তবে কিছু লোক যদি চেনে
তবে ক্ষতি কি
আমি তো নই দেখতে
সাদা কালো সাদাসিধা
যেই ভালবেসে আজ জড়িয়ে ধরে
সেই ভালো বুঝে তোমার
ক্ষতিটি ভাবে
তার থেকে তুমি কিছু এগুলে
মুখোরিত সে তোমার অপপ্রচারে
আমি তো নই দেখতে
যেমনি হই চুপচাপ
সাদা কালো সাদাসিধা
তোমাকে তাই আজকে
বোঝাতে চাই আমি
ওদের মতো না
যেই বলে সব নাকি
বদলে দেবে
নিজেকে বদলাতে সে ভুলে গিয়েছে
ছুড়বে সে ফাকা বুলি
উচু গলাতে
মুখোশের ফাকে চেহারা টা
দেখিয়ে দেবে
আমি তো নই দেখতে
যেমনি হই চুপচাপ
সাদা কালো সাদাসিধা
তোমাকে তাই আজকে
বোঝাতে চাই আমি
ওদের মতো না
আমি তো নই দেখতে
যেমনি হই চুপচাপ
সাদাকালো সাদাসিধা
তোমাকে তাই আজকে
বোঝাতে চাই আমি
ওদের মতো না

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...