
letra de tumi - the red twilight
একি প্রথম দেখা
মনে হলো তাই।
সুন্দর লাগছে দেখো
আজও তোমায়।।
হটাত তুমি এলে পাশে
আমি তাকিয়ে অবাক মুখ
কান পেতে শুনছি তোমার
মিষ্ঠির ওই শুর
এ যেনো ভালোবাসায়
আমি আছি ভালো বাসায়
এ যেনো আলো আশার
অন্ধকার জীবনটাই
তুমি তো সব আমার জীবনটাই
থেকো পাশে সারাজীবনটাই
তোমায় নিয়ে আমি বাঁচতে চাই
প্রেমের বাঁধনে আমি
জুড়ে থাকতে চাই।
যখন তুমি থাকো পাশে
এ মন যেনো থাকে উৎচাসে
আমার আসে পাশে যেনো তুমি শুধু রও
তোমার মায়াই আমি ডুবে গেছি
তোমার ভালোবাসায়
আমি হারিয়ে যাচ্ছি ।
তুমি তো সব আমার জীবনটাই
থেকো পাশে সারা জীবনটাই
তোমায় নিয়ে আমি বাঁচতে চাই
প্রেমের বাঁধনে আমি জুড়ে থাকতে চাই
যখন কল্পনায় দেখি
তুমি অন্যের সাথে
তখন বুঝি তোমার মূল্য আরো
ইচ্ছে করে বুকে জড়িয়ে
তোমায় আগলে রাখি আমি ……
তুমি তো সব অমর জীবনটাই
থেকো পাশে সারাজীবনটাই
তোমায় নিয়ে আমি বাঁচতে চাই
প্রেমের বাঁধনে আমি জুড়ে থাকতে চাই ।।
letras aleatórias
- letra de praying in the rain - tyler meacham
- letra de b.y.t - king comeback
- letra de recover in paradise - siddy mitzvah
- letra de pouco importa - abel sig
- letra de slutten kaller - tömmermenn
- letra de 気にならない孤独 (ki ni naranai kodoku) - 池田裕楽 (yura ikeda)
- letra de come te - vin martin
- letra de west lothian question - demo - souptheman
- letra de feel good (remix) (demo) - fresco trey
- letra de killing me if you can - undead corporation