
letra de freestyle shit - the o1e
the o1e আইসে mb cityর মাঝে
ইনো ফুয়া দুগুর, ফুয়া দুগুর মাথাত খালি থাকে
থাকে থাকে চিন্তা তোমরার লাখান রাখে নাবে রাখে
থাকে (কিতা)
খালি verse আর rhyme
করে খাতাত খালি crime
tunnel vision ও দুই ভাই fly high so চোখ যায় না বাম ডাইন
blind আমি জানি আমার 9 tension in my mind
লইয়া still beat ও আমি tech9ine করি 10 x time grind
grind grind
দেখ প্রতিদিন পাইবে রুমো গুরা কিতার আমি জানি না ব্রাদাহ
মুখো নিজর বগা হারাইল মুখ থাকি বার অর না ইতার বগা
বার কর পুরা
বেটা হে করে দাবী বুড়া
scene ওর বুলে wannabe দাদা-দাদীর আমল থাকি
পড়তো rap ওর সূরা
তোমরা দেখসো নি বা g রে কইতে আমি h এর আগে থাকি, (না না না)
তে করে কেনে দাবী বুড়া
এই তুই বাল ফালাইতে পারসস নি বে ঠুরা
নূর নূর নূরানী flow নায় বে ফাতেহী তুই নূরা
জোড়া ফুয়া দুগু
হতো mic দেখলে pant ও করইন ইতায় হাগু মুতু
ইতার গানো ফালাই থুতু থুতু
বেটির লগে ফোন ও লুডু কাতুকুতু
লুতুপুতু পরী মনি টরি কিতা কিতি পিসে পিসে গিয়া sorry, জানু জানু অতা lyrics লইয়া করের দাবী
হে বুলে rap ফয়লা আনসে in sylhety music industry
industry loot mut করবো two troop booth ও pro
তুই bro noob থাক চুপ, পারতে নায় মাততে ইলা লইয়া fake রূপ
তর শরম লাগবো বেটা খুব, শব্দ আমি যিলা রাখি nude
ফুয়াইন from ma hood জানে বে কিতা easyr ক্রোধ
মাততো নায় হকল সময় but পারে না লইতো over load
জেগা over load ওর খালি pain ওর লাগি
আমরা pain দেইখা ভাগি না
bl–dy তেও বাঁটি knowledge খাঁটি আমি
জানি হিকলেও আমার থাকি better they can’t be
they can’t reach me
they can’t fight with me, লগে আমার shinigami
minimum ই দিসি still আমি, shock ফুরা death god
যখন নাম ভুলাইদিসে নাম তারার নানীর, ফুয়া লেখে বাণী কিলা বেটা in death note
death note ও কিলা লিখে বাণী
তুই গান লেইখা গান বানাস কয়টা freestyle ও দুই ভাই মুতি আরো বেশি
বেটা, ইতা
logical sh-t থাকি copy কর আমার trick
তে পাইবে blue tick oh sorry পাইবে blue d-ck avatar আমি
james cameron তর ভাই
আগে আয় level o, দৌড় in a marathon
critical hater পিসে পড়সে like megatron
optimus prime বে আসলাম না আমি সাধারণ
ছিড়িয়া ফালা তোর খাতা, আইস না ইনো লাশ দুই তিন গাতা মারি রাখা
letras aleatórias
- letra de i like it - julz west
- letra de paolo odia le donne - ghemon
- letra de 뺏길까봐 stay with me - victon
- letra de take the time - florence
- letra de aviate - jarry manna
- letra de screaming yellow sunshine - juan ton
- letra de dork rap - rittz
- letra de life goes on - eko fresh
- letra de l'impasse - n.a.p.
- letra de you don't know anything about me - zebrahead