
letra de barricade - the national beats
Loading...
কেনো প্রেমে কিছু বোঝা যায় না!
হাত বাড়ালে কাউকে পাওয়া যায় না!
বিতর্ক এড়িয়ে যাওয়া যায় না!
ভালো বন্ধু আজকাল পাওয়া যায় না!
আমার শহর ভাসছে জলে
তবুও মানুষ ঘুমোয় জেগে
আমার শহর ভাসছে জলে
তবুও মানুষ ঘুমোয় জেগে…
উপস্থিতি নিয়ে টানাটানি
ধর্মের নামে শুধু নোংরামি
রাত্রে ছুঁচোও সিংহ হয়
তাতে! সাধারণ মানুষের হয়রানি
আকাশ আবার হোচ্ছে কালো
তাতে হবে না কিছুই ভালো…
সময় থাকতে সবাই শুধরে যাও
বিকল্প কিছু বেছে নাও
হবোনা জ্ঞান পাপী
দেশকে আমরা ভালোবাসি…
ব্যারিকেড সব ভেঙ্গে দাও
সমাজকে এক করে দাও
অনাহার যদি কমে যায়
গরিবের পেটে ভাত জোগায়
তবে আমার শ্রেষ্ঠ এ দেশ
একদিন হবে শান্ত পরিবেশ…
আমার শহর ভাসছে জলে
তবুও মানুষ ঘুমোয় জেগে
আমার শহর ভাসছে জলে
তবুও মানুষ ঘুমোয় জেগে…
(সমাপ্ত)
letras aleatórias
- letra de homeland - celtic woman
- letra de higher learning (intro) - dizzy wright
- letra de scars like these - things that need to be fixed
- letra de patience gets us nowhere fast (napoleon remix) - capital cities
- letra de le soleil de ma vie - ms.aiman
- letra de freestyle ripro - lacrim
- letra de akatsuki - sicily
- letra de drownin’ - clrconscience
- letra de der letzte akkord (sag einmal noch ich liebe dich) - michel'le
- letra de space shit - freestyle - yulian