letra de manush-1 - tanzir tuhin & avash
একটা একটা করে দিন কেটে গেল আমার
বয়স বাড়লো কই?
একটা একটা করে দিন কেটে গেল আমার
মানুষ হলাম কই?
একটা একটা করে দিন কেটে গেল আমার
বয়স বাড়লো কই?
একটা একটা করে দিন কেটে গেল আমার
মানুষ হলাম কই?
সময়ের সাথে ,সমাজের কাছে প্রশ্ন করেছি
আমার মানুষ হবার সুযোগ পেলাম কই?
আমি তো সেই মানুষটি নই
একটা একটা করে দিন কেটে গেল আমার
বয়স বাড়লো কই?
একটা একটা করে দিন কেটে গেল আমার
মানুষ হলাম কই?
হতেই তো পারে আমি ভুল, নই নির্ভুল
হাজারো কথার মাঝে মিথ্যার নির্মুল
চাই তবু মেনে নিতে
এই অশান্ত চিন্তাকে বেঁধে দিতে
নাই আমার সে সাধ্য যে নাই
মনের মাঝে লুকানো এই আমিকে কোথায় খুঁজে পাই
স্রষ্টার কাছে, ভাগ্যের কাছে প্রশ্ন করেছি
আমার মানুষ হবার সুযোগ পেলাম কই
আমি তো সেই মানুষটি নই
একটা একটা করে দিন কেটে গেল তোমার
বয়স বাড়লো কই?
একটা একটা করে দিন কেটে গেল তোমার
মানুষ হোলা কই?
letras aleatórias
- letra de eu sóu fan do monoquini - roberto carlos
- letra de reflections - jekyll & hyde the musical
- letra de 1과 1사이 - 충완 feat. 영소울
- letra de 28 days later, give or take - falkor & company
- letra de time out - rival
- letra de check my stats - polo tha god
- letra de jekyll and hyde: the original broadway production - take me as i am - frank wildhorn
- letra de uzun yol - ekin topaloğlu
- letra de in cold blood - ∆ (alt-j)
- letra de juntos - los mesoneros