letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de samoy (female vocals) - tanya sen

Loading...

যাচ্ছে বদলে যাচ্ছে আমার শহর
কত চেনা চেনা হয়ে যাচ্ছে অচেনা
তাই ফুরিয়ে যেতে হবে আমাদেরও

সব কিছু আছে সময় সীমা
তাই অনেক যন্ত্রণাও যাবে ফুরিয়ে একদিন
কত ভারাক্রান্ত মন যাবে জুড়িয়ে একদিন
কেউ হঠাৎ শান্তি খুজে পাবে কুড়িয়ে একদিন
সময়
সময়
যাবো হারিয়ে আমরা সবাই যাবো জানি
তবু হারিয়ে যেতে ভয় কেবল ভয়
যতই আঁকড়ে থাকি আমার সময়
হাতের মুঠো খুলে দিতে হয়…
তাই অনেক মিথ্যে কথাও যাবে ফুরিয়ে একদিন
অনেক দিনের ব্যথা যাবে হারিয়ে একদিন
কত রাগ-অহংকার যাবে গুড়িয়ে একদিন
সময়
ওহ সময়
ইয়েহ…
যাবো হারিয়ে আমরা সবাই যাবো জানি
তবু হারিয়ে যেতে ভয় কেবল ভয়…
তাই অনেক মিথ্যে কথাও যাবে ফুরিয়ে একদিন
সময়
সময়
সময় এহেইএ… সময়
তাই অনেক মিথ্যে কথা যাবে ফুরিয়ে একদিন
অনেক দিনের ব্যথা যাবে হারিয়ে একদিন
কত রাগ-অহংকার যাবে গুড়িয়ে একদিন
তাই অনেক অনেক ভয় যাবে হারিয়ে একদিন
সোজা কথা বলবে না কেউ ঘুরিয়ে একদিন
সংকীর্ণতাও যাবে যাবে গুড়িয়ে একদিন
সময়
সময়

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...