letra de prem pobon - tanjib sarowar
Loading...
যা বুজে দু নয়ন মন গহীনে
যা বলার আছে টা দাও বলে
ঐ সূর্যটার মত যাবো ডুবে
যদি নামে সে আধার নিয়ে দূরে
কান পেতে সুনে যাও এ মন মেঘেলা
বলবে ভালোবাসি নামবে বরষা
ও জান ও পরান তুমি সুখের প্রেম পবন
সেই পবনে ভাসায়ে লয়ে যাও এই মন
ও জান ও পরান তুমি মোর প্রেম পবন
সেই পবনে ভাসাবো তোমার আমার মধুখন
সুন্নতার ভিরে ছিলাম আমি একা
নব প্রেমে ডুবেছে ডানা
অবেলায় আসোনি তবুও মনে রেখে
কারো প্রেমে পরিনি
ও জান ও পরান তুমি সুখের প্রেম পবন
সেই পবনে ভাসায়ে লয়ে যাও এই মন
ও জান ও পরান তুমি মোর প্রেম পবন
সেই পবনে ভাসাবো তোমার আমার মধুখন
বুঝিনি বোঝার ছিলো এতটা ভুল
যার মাসুলে হয়েছি হরণ
মন ও মন বড় সাদা তার মাঝে একজনা
কারো প্রেমে পরিনা
ও জান ও পরান তুমি সুখের প্রেম পবন
সেই পবনে ভাসায়ে লয়ে যাও এই মন
ও জান ও পরান তুমি মোর প্রেম পবন
সেই পবনে ভাসাবো তোমার আমার মধুখন
letras aleatórias
- letra de act up - thouxanbanfauni & unotheactivist
- letra de mmmnahbro - yung vu
- letra de pewdiepie - maicon küster
- letra de kayıplara karışanlar - sansar salvo
- letra de temazcal (demo) - monsters of folk
- letra de watch it (m.v.p freestyle) - sequence
- letra de it's alright (it's ok) - willy j "the prisoner of hope"
- letra de la porta sul retro - blue virus
- letra de swinefever - regent of pigs - belphegor
- letra de bem-vindo ao meu álbum - maicon küster