letra de mon priya - tanjib sarowar
মন খুলে আমার চোখে রাখ চোখ,
মন পাড়ায় তোমার সাথেই দেখা হোক।
আমি মাটি থেকে আসমান মরহুম জীবন তোমায় দিয়ে দিলাম।
মন প্রিয়ারে চল মনের বাড়িতে।
মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।
মন প্রিয়ারে চল মনের বাড়িতে।
মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।
কাগজে কলমে লিখি গোপনে,
পাঠাবো হাওয়াতে ভালোবাসা লিখে।
তুমি চুপচাপ আমি চুপচাপ,
থমকে থাকা রাত শুধু গল্প হোক আর সাল্প হোক ভালোবাসা থাক।
আমি মাটি থেকে আসমান মরহুম জীবন তোমায় দিয়ে দিলাম।
মন প্রিয়ারে চল মনের বাড়িতে।
মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।
মন প্রিয়ারে চল মনের বাড়িতে।
মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।
তুমি আমি আর কিছু কথা,
সাজিয়ে রেখেছি খুব ভালোবাসা।
মন ছুয়ে-ছুয়ে দেখ, খুজে-খুজে দেখ পাবে আমাকে।
মিস্টি করে বল দুষ্টমির ছলে আমারই হবে।
আমি মাটি থেকে আসমান মরহুম জীবন তোমায় দিয়ে দিলাম।
মন খুলে আমার চোখে রাখ চোখ
মন পাড়ায় তোমার সাথেই দেখা হোক।
আমি মাটি থেকে আসমান মরহুম জীবন তোমায় দিয়ে দিলাম।
মন প্রিয়ারে চল মনের বাড়িতে।
মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।
মন প্রিয়ারে চল মনের বাড়িতে।
মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।
মন প্রিয়ারে…
(মন প্রিয়ারে চল মনের বাড়িতে।)
(মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।)
মন প্রিয়ারে…
(মন প্রিয়ারে চল মনের বাড়িতে।)
(মন প্রিয়ারে জ্বলে বুকের ভেতরে।)
ও মন প্রিয়ারে…
letras aleatórias
- letra de husk - black fast
- letra de if it's real - space
- letra de undertale the musical - lhugueny
- letra de lighthouse - helisir
- letra de mandingo - sfb
- letra de dynamite steps - the twilight singers
- letra de o'clock - cody cornell
- letra de pour nous - double n (france)
- letra de mighty to save (spanish) - hillsong worship
- letra de chikondi - ockley