letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de chhour oshukh - tanim mahmud

Loading...

অনেক বৃষ্টি ঝরেছে জীবনে
তুমি ছিলে রোদেলা স্বপনে,
ছিলে আখির কোনায়, ছিলে জলের কোনায় …

অনেক বৃষ্টি ঝরেছে জীবনে
তুমি ছিলে একেলা গোপনে,
ছিলে মেঘের ভেলায়, ছিলে মনের খেলায় ।

পথের গল্প রয়েছে না বলা
তুমি এলেনা, আমি যে উতলা
এলে ঘুমের ডানায়, এলে কানায় কানায়,
আমার মনের পথ মাড়িয়ে ।

আমি পারতাম, তবু ছুঁইনি তোমার ওই মুখ,
যদি না ভরে এই বুক, না কমে ছোঁয়ার অসুখ । – [ ২ বার ]

হাজার স্বপ্ন ফুটেছে এবেলা
আমি দেখি একাকী একেলা,
দেখি একার আকাশ, দেখি বেকার বাতাস ।

হাজার প্রশ্ন মেলেনি জবাবে
কথা বলি নিয়মে স্বভাবে
বলি গোপন ভাষায়, বলি মিথ্যে আশায় ।

আমি পারতাম, তবু ছুঁইনি তোমার ওই মুখ
যদি না ভরে এই বুক, না কমে ছোঁয়ার অসুখ । – [ ২ বার ]

তোমার দৃশ্য রেখেছি দু’চোখে
তুমি রয়েছো আঁধারে আলোকে
আছো দুরের তারায়, জলের ধারায় ।

আমার নদীর স্রোত জরিয়ে । – [ ৩ বার ]

আমি পারতাম, তবু ছুঁইনি তোমার ওই মুখ
যদি না ভরে এই বুক, না কমে ছোঁয়ার অসুখ । – [ ২ বার ]

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...