letra de chhour oshukh - tanim mahmud
অনেক বৃষ্টি ঝরেছে জীবনে
তুমি ছিলে রোদেলা স্বপনে,
ছিলে আখির কোনায়, ছিলে জলের কোনায় …
অনেক বৃষ্টি ঝরেছে জীবনে
তুমি ছিলে একেলা গোপনে,
ছিলে মেঘের ভেলায়, ছিলে মনের খেলায় ।
পথের গল্প রয়েছে না বলা
তুমি এলেনা, আমি যে উতলা
এলে ঘুমের ডানায়, এলে কানায় কানায়,
আমার মনের পথ মাড়িয়ে ।
আমি পারতাম, তবু ছুঁইনি তোমার ওই মুখ,
যদি না ভরে এই বুক, না কমে ছোঁয়ার অসুখ । – [ ২ বার ]
হাজার স্বপ্ন ফুটেছে এবেলা
আমি দেখি একাকী একেলা,
দেখি একার আকাশ, দেখি বেকার বাতাস ।
হাজার প্রশ্ন মেলেনি জবাবে
কথা বলি নিয়মে স্বভাবে
বলি গোপন ভাষায়, বলি মিথ্যে আশায় ।
আমি পারতাম, তবু ছুঁইনি তোমার ওই মুখ
যদি না ভরে এই বুক, না কমে ছোঁয়ার অসুখ । – [ ২ বার ]
তোমার দৃশ্য রেখেছি দু’চোখে
তুমি রয়েছো আঁধারে আলোকে
আছো দুরের তারায়, জলের ধারায় ।
আমার নদীর স্রোত জরিয়ে । – [ ৩ বার ]
আমি পারতাম, তবু ছুঁইনি তোমার ওই মুখ
যদি না ভরে এই বুক, না কমে ছোঁয়ার অসুখ । – [ ২ বার ]
letras aleatórias
- letra de bluff - revive the rose
- letra de the death of baldr and the coming war - panopticon
- letra de praful de pe asfalt - cosmin neagu
- letra de sıra sende - ceza
- letra de pony on the go - the garages
- letra de no está mal - piso 21
- letra de ok d'accord - tk (fra)
- letra de quarry - stippling
- letra de tren a vapor - audio directo & doble porcion
- letra de make believe (reprise 1) - william gibson,joe raposo, & the obc of rag dolly