![letras.top](https://letras.top/files/logo.png)
letra de nilche kham - tandav music
#intro
মিথ্যে কথা বললে তুমি কেন রেগে যাও?
সত্যি শুনলে তুমি কেন ছেড়ে চলে যাও?
পুরোনো সব কথা গুলো তুমি ভুলে যাও
ফিরবে কি ফিরবেনা সেটা বলে দাও?
#verse
ক্লান্ত থাকলে ব্যস্ত তুমি হয়োনা
হয়োনা
সময় থাকলে ফোন টা কেন ধরণা?
ধরণা
ঘুম ঘুম চোখে ঘুম আসেনা
আসেনা
জ্বলছে জ্বলুক আজও তুমি নিভজনা
নিভজনা
#bridge
চেনা পথ গুলো আজ অচেনা লাগে
ক্লান্ত শরীর ভিজতে চায় তোমারই সাথে
চেনা পথ গুলো আজ অচেনা লাগে
ক্লান্ত শরীর ভিজতে চায় তোমারই সাথে
#chorus
পুরোনো সব চিঠি গুলো তোমারই নামে
রাখা আছে তোমারই নীলচে খামে
পুরোনো সব চিঠি গুলো তোমারই নামে
রাখা আছে তোমারই নীলচে খামে
#pre-chorus
চক্রবুহে
চক্রবুহে বন্দি আমি ব্যস্ত এই জীবন
আমার প্রেমে ব্যর্থ আমি
নষ্ট এই মন
চক্রবুহে বন্দি আমি ব্যস্ত এই জীবন
আমার প্রেমে ব্যর্থ আমি নষ্ট এই মন
#chorus
পুরোনো সব চিঠি গুলো তোমারই নামে
রাখা আছে তোমারই নীলচে খামে
পুরোনো সব চিঠি গুলো তোমারই নামে
রাখা আছে তোমারই নীলচে খামে
#outro
পুরোনো সব চিঠি গুলো তোমারই নামে
রাখা আছে
তোমারই
নীলচে
খামে
letras aleatórias
- letra de halbe stadt - rojas & musso
- letra de lo tuve todo - blasé
- letra de flash romance (thealbertoz remix) - cdckosh
- letra de koma - stevie insane
- letra de the ramparts - brian in the museum
- letra de high on a rocky ledge - whitney
- letra de nights alone - rusher
- letra de wings in motion - bladee
- letra de como vai ser - alva (pop)
- letra de good for - magneta lane