letra de chithi - tandav music
Loading...
লিখেছি আজও
আমি অনেক চিঠি
বিছানায় পরে সিগেরেট
আর দেশলাই কাঠি
কান্না ভেজা আজ
আমার বালিশ
জানি শুনবে না
আর আমার নালিশ
বৃষ্টির রাত
জানলার ধারে আমি
পুরোনো সময় গুলো
ছিল খুবই দামি
অসার হয়েছে
আজ আমার শরীর
দুঃখের মেঘ করেছে
চারিদিকে ভিড়
ও
তবুও হেটে যাবো আলোর দিকে
ও
অবসাদ যাবে কি জীবন থেকে?
ও
তবুও হেটে যাবো আলোর দিকে
ও
অবসাদ যাবে কি জীবন থেকে?
চলেছি একা
আজও সেই পথে
যেখানে দেখা হয়েছিল
তোমার সাথে
খুঁজি তোমায় ফেলে যাওয়া
সেই ঠিকানায়
খুঁজি পথে পথে
তোমাকে
বৃথা আশায়
ও
তবুও হেটে যাবো আলোর দিকে
ও
অবসাদ যাবে কি
জীবন থেকে?
letras aleatórias
- letra de conqrxr - the blu mantic
- letra de spotlight - bobby
- letra de my body go - diana gordon
- letra de sushi gang - interlude - dashawn x rashawn
- letra de rappers (ao vivo) - hot e oreia
- letra de inferno - jonny vegas
- letra de elone 2.0 (feat. ndong mboula) - n'do-man
- letra de tidin e komi - ondfødt
- letra de сучий быт (life is a bitch) - lonely wolf yd
- letra de do you feel alright - ken hensley