letra de khuchro - tamal kanti halder
Loading...
এই খুচরো আলগা যতটুকু
হাসি লেগে যাবে অজান্তে ঠোঁটে
তারা হয়ত বা খসে যাবে
মেপে কেনা সুখের যানজটে
এক পলকেই পুরোনোকে নতুন
বানিয়ে ফেলার ম্যাজিকটা যদি
ভুলে যাই খুঁজে পাবি না সে চেনা ক্রসিং
সে আমি যতই আলো দিই
তোকে নতুন করে পাবো বলে
বাজে গান লিখে সময় দিই জলে
এই আচমকা মাঝরাতগুলো
ঘুম কাড়বে তো সেদিনও কারও?
নাকি সব পেয়েছির দেশে এসে
সুখী রাত্রিরা হয়ে যাবে গাঢ়?
এক পলকেই পুরোনোকে নতুন
বানিয়ে ফেলার ম্যাজিকটা যদি
ভুলে যাই খুঁজে পাবি না সে চেনা ক্রসিং
সে আমি যতই আলো দিই
তোকে নতুন করে পাবো বলে
বাজে গান লিখে সময় দিই জলে
letras aleatórias
- letra de fdo - ola runt
- letra de picked up & switched up - scalladosis
- letra de koro: - switchbitch
- letra de addicted - xyrn
- letra de paradigm - wakai
- letra de non commettere atti impuri - mortecattiva
- letra de 알고리즘 (algorithm) (will not fear remix) - chung ha
- letra de sex - quesleebang
- letra de i rlly hope u stay - kimmyt
- letra de highway - volhey & matoro