letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de kuasha jorale amay - tamal hadiul

Loading...

[verse 1]
অপলক কোনো এক দৃষ্টিতে
আমাকে মাতাও
বিধাতার নিয়মের আশ্রয়ে যেন
নম্রতা শেখাও।

হিমে আদ্রিত করেছ আমাকে
হিমাদ্রিত আমি হয়েছি তাই।
তোমাকে আমার এ বুকে আঁকড়ে ধরে
আমি আর ক’টা দিন বাঁচতে চাই
[chorus]
কুয়াশা হারলে কোথায়?
আমি তৃপ্ত আজ তোমার স্পর্শতায়
কুয়াশা জড়ালে আমায়
মায়া জালে, তোমার আঁচলের মায়ায়। (×2)

[verse 2]
জানি থাকবোনা তোমার পাশে
পুরোটা সময় জুড়ে
তুমিও হারাবে ওই বেলা শেষে
কাঁদবে রাত হলে মুখে আঁচল চেপে

ক্ষণিক সময়ের এই মৌসুমে আমি
তোমাকে পুরোটা পেতে চাই।
তোমাকে আমার এ বুকে আঁকড়ে ধরে
আমি আর ক’টা দিন বাঁচতে চাই।

[chorus]
কুয়াশা হারলে কোথায়?
আমি তৃপ্ত আজ তোমার স্পর্শতায়
কুয়াশা জড়ালে আমায়
মায়া জালে, তোমার আঁচলের মায়ায়। (×2)

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...