letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de brishti chuye - tahsan & moutusi islam

Loading...

একি সে অধরে ছোঁয়া পড়েছে,
তাই তো এই মন মৃদু হেসেছে,
একি সে চোখেতে ধরা পড়েছে,

তাই তো এই ক্ষণ আজ মেতেছে,
তোমায় হলো ফিরে পাওয়া,
আপন করে চাওয়া,

বৃষ্টি ছুয়ে,
আরো প্রেম নিয়ে,
দুটি মন আজ,
একি সাথে সাথে ভিজেছে, (২)

রিমঝিম বারিষে যায়নি জানা,
কি করে ইচ্ছেরা মেললো ডানা, (২)

তোমায় হলো ফিরে পাওয়া,
আপন করে চাওয়া,

বৃষ্টি ছুয়ে,
আরো প্রেম নিয়ে,
দুটি মন আজ,
একি সাথে সাথে ভিজেছে, (২)

প্রেম সে কি কয় কথা রাত্রি দুপুর,
থেকে থেকে সুর তোলে আমার নুপুর,
প্রেম সে কি কয় কথা রাত্রি দুপুর,
থেকে থেকে সুর তোলে তোমার নুপুর,

তোমায় হলো ফিরে পাওয়া,
আপন করে চাওয়া,

বৃষ্টি ছুয়ে,
আরো প্রেম নিয়ে,
দুটি মন আজ,
একি সাথে সাথে ভিজেছে ।। (২)

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...