
letra de abar ashibo phire - sutapa bhattacharya
Loading...
আবার আসিব িফরে
ধানিসিড়িটর তীরে—এই বাংলায়।
হয়েতো মানুষ নয়—হয়েতা বা শঙ্কচিল শালিকের েবশে;
হয়েতো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের েদশে কুয়াশার বুকে েভসে একিদন আসিব এ কাঠঁাল-ছায়ায়;
হয়তো বা হঁাস হ’ব—িকশোরীর—ঘুঙুর রহিবে লাল পায়,
সারা িদন কেেট যাবে কলমীর গন্ধ ভরা জলে েভসে েভসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালবেসে,
জলাঙ্গীর েঢউেয় েভজা বাংলার এ সবুজ করূণ ডাঙায়;
হয়তো দেখিব েচয়ে সুদশর্ন উড়িতেছে সন্ধার বাতাসে;
হয়েতো শুনিবে এক লক্ষীেপঁচা ডাকিতেছে িশমুেলর ডালে;
হয়েতো খইয়ের ধান ছড়াতেছে িশশু এক উঠানের ঘাসে;
রূপসার েঘালা জলে হয়েতা িকশোর এক শাদা েছঁড়া পালে িডঙা বায়;
—রাঙা েমঘ সঁাতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে েদখিবে ধবল বক:
আমারেই পাবে তুমি ইহাদের িভড়ে।।
letras aleatórias
- letra de los días, las noches, las flores - suerte campeón
- letra de ミニシアター - tokyo世界 (jpn)
- letra de perdu la voix - 271
- letra de witch slap - parrotfish
- letra de cheap coffee - the avett brothers
- letra de entorse - laskiiz
- letra de chopped & screwed muddy - sexyy red
- letra de jersey luv remix (turn me on) - nkay
- letra de zestways (coke remix) - andre nickatina
- letra de blah blah (stfu) - start project