
letra de akash jure shuninu - supriyo maitra & paromita ghosh
Loading...
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে
তোমারি নাম সকল তারার মাঝে ॥
সে নামখানি নেমে এল ভুঁয়ে,
কখন আমার ললাট দিল ছুঁয়ে,
শান্তিধারায় বেদন গেল ধুয়ে—
আপন আমার আপনি মরে লাজে ॥
মন মিলে যায় আজ ওই নীরব রাতে
তারায়-ভরা ওই গগনের সাথে।
অমনি করে আমার এ হৃদয়
তোমার নামে হোক-না নামময়,
আঁধারে মোর তোমার আলোর জয়
গভীর হয়ে থাক্ জীবনের কাজে ॥
letras aleatórias
- letra de утро (morning) - дельфин (dolphin)
- letra de put you down (intro to "under night in-birth ii sys:celes") - zaid tabani
- letra de better - igor montenegro
- letra de like a flower - iscream (jpn)
- letra de then there was one - deshaunjay
- letra de gangster (og wersja) - young kai
- letra de watch closer - chino xl
- letra de lay all your love on me - caroline shaw, sō percussion
- letra de no me platiques más - majida issa
- letra de rock while you can - the last band on earth