letra de amjonota - sumon 'bassbaba'
[সুমন]
দিনকে বানাও রাত তোমরা, রাতকে বানাও দিন
যতই হাসি, যতই কাঁদি, সবই অর্থহীন
নতুন নতুন নিয়ম বানাও, আমরা ভাঙবো বলে
নতুন চিন্তা ভাবতে গেলেই ভরবে মোদের সেল এ
অতীত এর সব হিসেব নিকেশ, ভবিষ্যতের মুলা
ধর্মটাকে নেড়েচেড়ে দিচ্ছ চোখে ধুলা
রামগরুড়ের ছানার ছিল হাসতে শুধু মানা
আমরা আজ করবোটা কি, সেটাও অজানা
[রাফা]
মুখে মোদের শেলাই দেখে, হেসে ফেলে তারাও
আমরা যে ভাই আমজনতা, একটু ক্ষান্ত দাও
মিথ্যে দিয়ে বাঁধাই করা বইটা যে পড়াও
আমরা যে ভাই আমজনতা, একটু ক্ষান্ত দাও
[সুমন]
ফটোশপে মেকাপ করা আমাদের দেশের ছবি
আহা আমার সোনার বাংলা তোমায় ভালবাসি
হয়ে যাচ্ছি কেমন যেন, ঘৃণাই ভালবাসি
মানবতা হারিয়ে গেছে, মানুষ মরলে খুশি
[রাফা x2]
কেউবা চাটে প্রতিবেশি, কেউবা বলে ‘ঘাউ’
আমরা যে ভাই আমজনতা, একটু খান্ত দাও
জ্বাল, জ্বাল
[সুমন]
[bridge]
ফেলানীর লাশ মাড়িয়ে ওপাড়ের ধর্ষিতা নিয়ে আমাদের কত দুঃখ
তাদের জন্য আমাদের অশ্রুর সাগরে নারী-অধিকার তত্ত্ব
৭১ এর ৩০ লাখ শহীদের পুনরমৃত্যু হয় রাজনীতিরই হাতে
যখন নির্যাতন চলে ‘উপজাতি’ উপাধি পাওয়া আদিবাসির সাথে
সংবিধানের গ্যাঁড়াকলের মধ্যাঙ্গুলি, বাঙ্গালিত্তের চাপে পিষ্ঠ মাইনরিটি
দেশপ্রেমের হিসেব চলে পোশাকে, ভালবাসার আত্মহুতি…হারায় সে রসাতলে
তোমাদের এই চুলাচুলি ভাল্লাগেনা আর
‘এক, রাজ আর গন’ তন্ত্র… মিশে একাকার
তোমাদের এই কথা শুনেই নাচতে থাকি মোরা
হোক না ব্যথা পায়ের তলা, হোকনা উঠোন ব্যাকা
[রাফা x2]
৫ না, ১০ বছরের হিসেব করতে দাও
আমরা যে ভাই আমজনতা একটু ক্ষান্ত দাও
[সুমন]
টিভির ভিতর সুশীল শিল্পী শিখায় রাজনীতি
সে ছাড়া সবাই নাকি আজ ‘অবাঙালি’
বাঙ্গালিত্তের সনদপত্র কোথা থেকে পাই?
নাম লেখাবো তোমার দলে? আমায় নেবে ভাই?
[রাফা x2]
দেশটা আজ না খেয়ে ভাই অন্য কিছু খাও
আমরা যে ভাই আমজনতা একটু ক্ষান্ত দাও
[সুমন]
ভাল্লাগেনা কোন কিছুই? মনটা তোমার খারাপ?
ভাঙ্গতে থাকো বাড়ি গাড়ি, মুছে যাবে পাপ
হলুদ রঙের কালি দিয়ে চল খবর লিখি
‘বিশ্বাস’ বা ‘অবিশ্বাস’? নাচবো মোরা ঠিকই
[রাফা]
অদ্ভুত এক হিসেবে সুন্দরবন হারাই
আমরা যে ভাই আমজনতা একটু ক্ষান্ত চাই
আমাদের বাঘ মামা ওপারে পালায়
আমরা যে ভাই আমজনতা একটু ক্ষান্ত চাই
[সুমন]
দিনের পর রাতটা আসে, রাতের পরে দিন
তাল গাছ কি সারাজীবন তোমারই অধীন?
ধীরে ধীরে হচ্ছে বড় মাথায় পাগলা ঘোড়া
আখলাক ভাই বদলে গেল, বদলাবিনা তোরা?
[রাফা]
হঠাৎ যেদিন খেপবো মোরা, বলবি তখন হায়
“আমজনতা ভাই বোনেরা আমরা এখন যাই?”
হঠাৎ যেদিন খেপবো মোরা, বলবি তখন হায়
“আমজনতা ভাই বোনেরা একটু ক্ষান্ত চাই”
letras aleatórias
- letra de puzzle - adi noah
- letra de mango - mynamemanuelll
- letra de sky journey (solo ver.) - 渡辺曜 (you watanabe)
- letra de vodka vibes - hm333xo
- letra de carol of bellows - ye banished privateers
- letra de spider legs - twinsign
- letra de kaya (кая) - hellpeach
- letra de jingle nosafancia - pensaga 2021
- letra de klif - śliwa
- letra de blood in the block - allodg