letra de paharer kanna dekhe - subir nandi
Loading...
পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরণা বলো
ওই পাহাড়টা বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
ধরতে বুকে এক ফোটা জল
কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল
তোমরা দেখো বৃষ্টি নুপূর
দেখোনা, আঘাত ছাড়া মেঘ তো গলে না
ওই কালো মেঘ বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
ফুটতে বনে এক গোছা ফুল
কেউ জানে না কি আগুনে রঙের নেশায় হলো আকুল
তোমরা দেখো মিষ্টি বরণ
দেখোনা, দহন ছাড়া অগ্নি জ্বলে না
ওই ফোটা ফুল বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
letras aleatórias
- letra de синъёсме ворсаку (śinjosme vorsaku) - bobolenin
- letra de he thought of me - brian free & assurance
- letra de deception - plum nelly
- letra de caucasian - lil penguin
- letra de кремация (cremation) - вышел покурить (vyshel pokurit')
- letra de tea at the market - time
- letra de isp - figurine
- letra de gazz - scyorty
- letra de ты! (you!) - несладко (nesladko)
- letra de rollplay - zion kuwonu