letra de chokkhe aamar trishna - srikanto acharya
Loading...
চক্ষে আমার তৃষ্ণা,
ওগো তৃষ্ণা
আমার বক্ষ জুড়ে ।
চক্ষে আমার তৃষ্ণা,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
সন্তাপে প্রাণ যায়, যায় যে পুড়ে ॥
চক্ষে আমার তৃষ্ণা
ঝড় উঠেছে তপ্ত হাওয়ায়, হাওয়াত
মনকে সুদূর শূন্যে ধাওয়ায়—
অবগুণ্ঠন যায় যে উড়ে ॥
চক্ষে আমার তৃষ্ণা,
যে-ফুল কানন করত আলো
কালো হয়ে সে শুকাল ।
কালো হয়ে সে শুকাল, হায়
ঝরনারে কে দিল বাধা—
নিষ্ঠুর পাষাণে বাঁধা
দুঃখের শিখরচূড়ে ॥
চক্ষে আমার তৃষ্ণা,
ওগো তৃষ্ণা
আমার বক্ষ জুড়ে ।
চক্ষে আমার তৃষ্ণা,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
সন্তাপে প্রাণ যায়, যায় যে পুড়ে ॥
চক্ষে আমার তৃষ্ণা।।
letras aleatórias
- letra de quiet rebellion - soft cell
- letra de ещё один день (another day) - кейнот (keynot)
- letra de wrong one - jalisa
- letra de a better way - extreme animals
- letra de netflix 'n chill - iplolizef
- letra de la desaparición (cap. 5) - young mini mini's crew
- letra de без тебя (without you) - meensk
- letra de chão de giz - the dummies drilla
- letra de op.7 - 有村竜太朗 (ryutaro arimura)
- letra de stockholm ruse - johnny sam