letra de tip tip brishti - sonu nigam
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে
আজ সারাদিন ধরে
বিষন্ন ভাবোনায় কাটেনা সময়
আসবে সে কেমন করে
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে
আজ সারাদিন ধরে
বিষন্ন ভাবোনায় কাটেনা সময়
আসবে সে কেমন করে
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে
আজ সারাদিন ধরে,,,,,,,
একা একা সারাক্ষণ পথও চেয়ে থাকি
কল্পনাতে শুধু তারই ছবি আঁকি
ওওওও,,,
একা একা সারাক্ষণ পথও চেয়ে থাকি
কল্পনাতে শুধু তারই ছবি আঁকি
বর্ষার কাব্য লাগে না যে ভাল
বর্ষার কাব্য লাগে না যে ভাল
তাকে শুধু মনে পরে
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে
আজ সারাদিন ধরে,,,,,,,,,,,,,
অনুভবে হৃদয়ে ভাষে তার স্মৃতি
নিরাশার মাঝে তবু মালা গাথি
ওওওও
অনুভবে হৃদয়ে ভাষে তার স্মৃতি
নিরাশার মাঝে তবু মালা গাথি
বেদনার অশ্রু ঝরবে যে চোখে
বেদনার অশ্রু ঝরবে যে চোখে
সেকি তবে আসুক নাহি
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে
আজ সারাদিন ধরে
বিষন্ন ভাবোনায় কাটেনা সময়
আসবে সে কেমন করে
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে
আজ সারাদিন ধরে
বিষন্ন ভাবোনায় কাটেনা সময়
আসবে সে কেমন করে
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে
আজ সারাদিন ধরে
কানন
letras aleatórias
- letra de brain eater - seven
- letra de rise and be healed - ken snyder
- letra de don't even care - e.g. daily
- letra de paperboy - jazlyn gold
- letra de телефон (phone) - coldah
- letra de average - devon fresh
- letra de fantasy - jbj (just be joyful)
- letra de rebellion (what's the color?) - xarles siebent
- letra de e raffaella è mia - tiziano ferro
- letra de hypocrite - nonsum