letra de aaj baaje - somchanda bhattacharya
ওম জয়ং দেহি মা
বালাম দেহি মা
রুপম দেহি মা
যশ দেহি মা
আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
জগৎ ও জননী মাকে করে আহ্বান(২)
মনের ও মুকুরে ভাসে তোমার ই সে আলো ভরা মধু মুখও খান
তোমার ই সে আলো ভরা মধু মুখও খান
মায়ের ও মুরতি ধরে জাগো তুমি জাগো
মায়ার ও বিনাশ করে জাগো তুমি জাগো
আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো
পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো(২)
নীল আকাশ এ তুমি জাগো
মধু ভাসে তুমি জাগো
দশপ্রহরণ ধরে জাগো তুমি জাগো
জাগো তুমি জাগো
জাগো তুমি জাগো
মায়ের ও মুরতি ধরে জাগো তুমি জাগো
আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
মনের ও মুকুরে ভাসে তোমার ই সে আলো ভরা মধু মুখও খান
তোমার ই সে আলো ভরা মধু মুখও খান
মায়ের ও মুরতি ধরে জাগো তুমি জাগো
মায়ার ও বিনাশ করে জাগো তুমি জাগো
আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
letras aleatórias
- letra de dua - akash chopra
 - letra de adem intro - vinci 3do
 - letra de spara ora - nerissima serpe
 - letra de doing it wrong - nincina
 - letra de hella choppers - brn dami
 - letra de acelerando - iamfj
 - letra de best friend (party pupils remix) - saweetie
 - letra de me & my guys - august wild
 - letra de on the way - reezus
 - letra de they call me wattson - chewiecatt