
letra de opurnotay - social circus
Loading...
শহরের সব দেয়ালে
ফুটপাতের সবকটা দোকানে
কিশোরীর অবহেলায় ফেলে রাখা, চুলের কাঁটায়
তোমার চিহ্ন জেগে থাকে
তোমার চিহ্ন লেগে থাকে
শহরের সব দেয়ালে
ফুটপাতের সবকটা দোকানে
কিশোরীর অবহেলায় ফেলে রাখা, চুলের কাঁটায়
রমনার জীর্ণ সবুজ
শাহবাগের ভীষণ ব্যস্ততায়
নাম না জানা সেই কবির
সবগুলো ব্যর্থ কবিতায়
তোমার চিহ্ন জেগে থাকে
তোমার চিহ্ন লেগে থাকে
আমার অপূর্ণতায়, মিথ্যে সুখের গল্পে
তোমার কথা বলি, নির্লজ্জ ভালবাসায়
আমার অপূর্ণতায়, মিথ্যে সুখের গল্পে
তোমার কথা বলি, নির্লজ্জ ভালবাসায়
শহরের সব দেয়ালে
ফুটপাতের সবকটা দোকানে
আমার অপূর্ণতার কথা বলি
আমার অপূর্ণতায়, মিথ্যে সুখের গল্পে
তোমার কথা বলি, নির্লজ্জ ভালবাসায়
আমার অপূর্ণতায়, মিথ্যে সুখের গল্পে
তোমার কথা বলি, নির্লজ্জ ভালবাসায়
letras aleatórias
- letra de wrangler - dupe
- letra de 붓 (booth) - ph-1
- letra de rakhmet (outro) (рахмет) - ralfkon
- letra de mr.bunny! - mizuki nana
- letra de please don't leave me - raexster
- letra de born to lose - axe
- letra de du kennst den aslan - aslan teufel
- letra de most wanted (intro) - soto asa
- letra de when i die - london yellow
- letra de hoes on my block / why now? (remix) pt. 2 - lil r jab