letra de akosshik - social circus
Loading...
আবার যখন মুখোমুখি হবো
অপ্রকাশিত সত্য আমায় কি ভাবালো
আড়াল যখন বিকশিত হলো
অপরিচিত ক্ষণ আমায় কি ভাবালো
অপ্রতুল আবেগে বন্দি হয়ে থাকি
তবুও তোমাকে আড়াল করে রাখি
হয়তো এসবের কারন তুমিও জানো
হয়তো এসবের কারন আমিও জানি
তবুও কেনো…
আমার চোখে বিষন্নতা খোঁজো
নীরবতায় খুঁজে ফিরে তোমায় কি শোনালো
জানি আবার মুখোমুখি হবো
আমার ছোঁয়ার রঙ তোমায় কি সাজালো
হয়তো এসবের কারন
হয়তো এসবের কারন
হয়তো এসবের কারন তুমিও জানো
হয়তো এসবের কারন আমিও জানি
তবুও কেনো…
letras aleatórias
- letra de fancy cars - northlight
- letra de impulse - decapitated
- letra de going together now - patrick giani
- letra de summer candles - anri
- letra de hanabi - claris
- letra de newborn baby - pierrot
- letra de follower - pierrot
- letra de liverpool revisited - manic street preachers
- letra de and she was - keaton simons
- letra de follow the sun - caroline pennell