
letra de taposhi - smooches
“হায় তুই তো জানিস না কত গান লেখা বাকী
এই মনেরই ময়না, আমায় দিলো ফাঁকি
তবুও গেয়ে যাই তারিই জন্যে আজ..
তবুও সে তো শোনে না,”
“যা ছিল বলার
তাও তো সে বলে না..”
“‘কত কি বলতে চাইলাম
কত কি লিখতে ও চাইলাম”
“তবুও বলি না
আমি পারি না বলতে তারে”
“তোরই জন্যে অপেক্ষা করি আজও”
“তোরই জন্যে আমি উড়ি আজও
জানিস না এ মনে আজ বিষেরই মতো চলে যায়
আমার হ্রদয়ে কেন কাটারই মতো উপড়ে নেয় আমারে”
“তাপসি –
শাড়ির নীলে রাঙানো
আমার রং তুলিতে আকানো
জানি না কত সুরের জালে বাধাঁ
আমার গিটারের আদরে মাখানো”
বাইরে বৃস্টি পড়ে যায় দেখিস না
আমার চোখের জলেও হাসিস না
কত ভালোও বেসে যাই তারে যে আমি
তবু সে তো কখনোই বোঝে না
কত কি বলতে চাইলাম
কত কি লিখতেও চাইলাম
কত কি ভুলতে চাইলাম
কত কি দেখতেও চাইলাম
তবু ভুলি না
আমি পারি না ভুলতে তারে
তোরই জন্যে অপেক্ষা করি আজও
তোরই জন্যে আমি উড়ি আজও
জানিস না এ মনে আজ বিষেরই মতো চলে যায়
আমার হ্রদয়ে কেন কাটারই মতো উপড়ে নেয় আমারে
আর তুই তো জানিস না আজও ছবি আঁকি
কালো রঙের কৌটোতে লালটা মিশিয়ে আঁকি
তবু আঁকি না আমাদে ভরা তার এসেছে হারায়
চাইলেও চাইলে যায়না ভুলতে পারা
তবু কে চাই তারই জন্য আর তবু সে তো শোনে না
যা ছিল বলার তাও তো সে বলে না
কত কি বলতে চাইলাম
কত কি দেখতেও চাইলাম
তবু দেখি না
আমি পারিনা দেখতে তারে
তোরই জন্যে অপেক্ষা করি আজও
তোরই জন্যে আমি উড়ি আজও
জানিস না এ মনে আজ বিষেরই মতো চলে যায়
আমার হ্রদয়ে কেন কাটারই মতো উপড়ে নেয় আমারে
letras aleatórias
- letra de lembro - thxuzz
- letra de 1776 - emsnightmare
- letra de psykosgård - åsgård källarorkester
- letra de кукушка (cuckoo) (remix) - смысла.net (cmysla.net)
- letra de solitude - timothy george
- letra de death row - lil shungite
- letra de burnt letters - akayai
- letra de piotrek turns 17 - spr17e bomb squad
- letra de i don't know what to do - san iris
- letra de starship ii - jiangie