letra de obak chokhe takiye thaki - siam
Loading...
অবাক চোখে তাকিয়ে থাকি
তোমার ওই হাসিতে মন হারাই।
জানি না কবে, কোন সে ক্ষণে
তোমায় আমি আপন করে পাই।
তুমি কি শুনবে?
আমার এ মনের না বলা কথা?
নাকি রয়ে যাবে
বুকের গভীরে জমানো ব্যথা?
অবাক চোখে তাকিয়ে থাকি…
বিকেলের ওই সোনা রোদে
যখন তুমি হেঁটে যাও
বাতাস এসে বলে কানে
“ওকেই তুমি শুধু চাও।”
তোমার চুলে যখন বাতাস খেলে
ইচ্ছে করে হতে সেই হাওয়া
তোমায় ঘিরে আমার যত স্বপ্ন
তোমায় ঘিরেই আমার সব চাওয়া।
তুমি কি শুনবে?
আমার এ মনের না বলা কথা?
অবাক চোখে তাকিয়ে থাকি…
যদি কখনো মেঘ জমে আকাশে
আমি হবো তোমার রোদ্দুর।
হাতটা ধরে পাড়ি দেবো
অজানার পথে বহুদূর।
লুকিয়ে রাখা অভিমান সব
ভালোবাসায় দেবো মুছে
শুধু একবার বলো তুমি আছো
যাবো না কভু আর পিছে।
ভালোবাসি… বড় ভালোবাসি তোমায়।
রয়ে যেও তুমি, আমার এ কবিতায়।
হুম… ওওও…
অবাক চোখে… তাকিয়ে থাকি…
letras aleatórias
- letra de chanel drip - richhoodkae
- letra de hello, morning - キズナアイ kizuna ai
- letra de pikateem - masun the mutt
- letra de mamá me dijo - pablo chill-e
- letra de конан дойл (conan doyle) - deep-ex-sense
- letra de rip xxxtentacion - lackhoney
- letra de nice to meet you too (the wave) - joey alana
- letra de hoje eu tô excelente - zé neto & cristiano
- letra de ready - yrn lingo
- letra de je fais semblant - cdqp