letra de o yaara - shreemayee sarkar
Loading...
হারিয়ে যাবো যেদিন আমি
পরবে মনে আমায়
এক ফোটা জল আসতে দিও চোখের কোণে তোমার
সেদিন যতই ডাকবে আমায়
দেব না আমি সারা
হয়ে যাবো সেদিন আমি নীল আকাশের তারা
o yaara
বদলে গেছে অনেক কিছু সকাল থেকে রাত
হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত (×2)
গভীর চালে তোর আড়ালে তোর কাছে গেলাম
তোর কাছেতেই অল্প দামী সময় খুঁজতে এলাম
o yaaram
জুড়ছে আবার প্রথম প্রেমে টুকরো হওয়া মন
যেতে যেতে হারিয়ে গেছে বন্ধু কতজন (×2)
তোমায় নিয়ে ভাবতে আমার অনেক ভালো লাগে
ভালোবাসার অনুভূতি পাইনি আমি আগে
letras aleatórias
- letra de you never give me your money - wil malone
- letra de femme fatale - tröckener kecks
- letra de that boy is all about fun! by freezepop - freezepop
- letra de afrotrapp - bobine de cuivre
- letra de so sensual - los lonely boys
- letra de songs of glory - asmodeus x
- letra de lets go down - kuncho mindset
- letra de prince - aerosol airplanes
- letra de humbled - layback thought
- letra de that man i shot - drive-by truckers