
letra de amar naam oshukh - shonar bangla circus
আমার নাম অসুখ
যে গ্রাম থেকে আমি এসেছি
সেখানের বুড়ো চাষারা
তাকে আদর করে ডাকে বেহেস্তের খামার নামে
বেহেস্তের খামার নামে
সূর্যের অসময়ের ছেলে আমার বাবা
মাকে ডাকতো পরান পাখি নামে
তারা যেখানে আমাকে পাঠিয়েছে
সেখানের সুন্দরীরা তাকে হেসে হেসে ডাকে
hi, handsome দোজখের বাগান
পৃথিবীর সব ভালবাসার গল্প
যদি আমাকে ছুড়ে ফেলে দেয়
কোনো নির্জন পরিত্যক্ত গুহা
আমাকে কি ডেকে নেবে না?
যেখান থেকে ছড়াবে না আমাদের ছোঁয়াচে রোগ-শোক
আমার নাম অসুখ
আমার নাম অসুখ
যেখানে আমি এসেছি
এসে দেখি পুড়ছে হাজার হাজার বেহালা
যেখানে আমি এসেছি
এসে দেখি পুড়ছে হাজার হাজার বেহালা
তাদের কাছে জানতে চাইলাম, “কোথায় তোমার গান?”
বেহালা বললো, “আমি যে পুড়ছি, এটাই আমার গান”
আগুন বললো, “আমি পোড়াচ্ছি, এটাই আমার গান”
আমার নাম অসুখ
আমার নাম অসুখ
তাই সেই মরা তেজী ঘোড়া খুঁজতে বেরলাম পথে
কিছুদূর গিয়ে দেখি এক ঈশ্বর কেনা-বেচার হাট
নানা আকারের, নানা ধরনের, নানা রকমের ঈশ্বর
কোনোটা কিনতে হলে দিয়ে দিতে হবে আমার চোখ
কোনোটা কিনতে হলে দিয়ে দিতে হবে মগজ
আর সবচেয়ে সুন্দর ঈশ্বর কিনতে হলে দিয়ে দিতে হবে আমার নিজেকেই
আমার নাম অসুখ
তাই পালালাম বিশ্বাসী-অবিশ্বাসী দু’জনের হাট থেকে
আমার নাম অসুখ
আমার নাম অসুখ
আমার নাম অসুখ
letras aleatórias
- letra de black boy joy - reese laflare
- letra de fugir de tu - joan manuel serrat
- letra de bars from the sunken place - family bvsiness
- letra de cartel - theyoungestvi
- letra de oikeusjuttu - yup
- letra de best damn night - mickie james
- letra de take it easy baby - sonny boy williamson ii
- letra de une fille inoubliable - trois jeunes célibataires
- letra de one way ticket - great peacock
- letra de do what u want (steven redant madrid club remix) - lady gaga