letra de chokhe chokh - shohojia
চোখে চোখ পড়লেই হাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
একবার তাকালেই হাওয়া
পাওয়া না-পাওয়ার কথা না ভেবেই চাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
এ হাওয়া তো উড়ায় নেয়
চুল-টুল, ধুলোবালি
শাহবাগ, আমার ফেরার বাস
এ হাওয়া তো উড়ায় নেয়
চুল-টুল, ধুলোবালি
শাহবাগ, আমার ফেরার বাস
ভাল্লাগে না, থাক আজ বাড়ি ফেরা
তোমাকে রেখে ফিরে যাওয়া
পাওয়া না-পাওয়ার কথা না ভেবেই চাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
অ্যাই, কিছু বললে আমায়?
নাকি ভুল করে সুঁই-সুতা হেঁটে যায় নকশী কাঁথায়?
কিছু বললে আমায়?
নাকি ভুল করে সুঁই-সুতা হেঁটে যায় নকশী কাঁথায়?
চোখে চোখ রেখে তাই দূর থেকে ছোঁয়া
না ভেবেই এই গান গাওয়া
পাওয়া না-পাওয়ার কথা না ভেবেই চাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
পাওয়া না-পাওয়ার কথা না ভেবেই চাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
letras aleatórias
- letra de move - 458 keez
- letra de sell off - alkaline
- letra de poppin a bean* - ken car$on
- letra de toss & turn - lalion
- letra de краски (snippet) - blade of ocean
- letra de das chaos ist in ordnung - nepumuk
- letra de i'm a kid - bella (ind)
- letra de misery - purple pines
- letra de mints - halsey
- letra de cruisin (disquette•s remix) - unsecret