letra de boka pakhi - shohojia
Loading...
কেন ভালো লাগে না
মন তা বোঝে না, খোঁজে না
স্বপ্নে যে তাই আসা-যাওয়া
একটা বোকা পাখি
হয়ে বসে থাকি, ভাবনা রাখি
শুকনো ডালে এলোমেলো হাওয়া
ছোট ছোট ঘর, উঁচু উঁচু বাড়ি
কারফিউ ডাকে, ওঠো তাড়াতাড়ি
হাতের মুঠোয় এক গ্লাস জাদু
একটা নীল বিষ বুকে নিয়ে ফিরি
কিছুই ছাড়ছি না, কিছু ধরছি না
ধরা দিচ্ছে না
স্বপ্নে যে তাই আসা-যাওয়া
একটা বোকা পাখি
হয়ে বসে থাকি, ভাবনা রাখি
শুকনো ডালে এলোমেলো হাওয়া
আয়না রেখে নিজেকে দেখে
কিছুই পড়তে পারছি না
ছুরি নিয়ে হাতে ধার নেই তাতে
খুঁজছি ধারালো সান্ত্বনা
কেউ তো ডাকে না, আমি ফিরছি না
কোথাও যাচ্ছি না
স্বপ্নে যে তাই আসা-যাওয়া
একটা বোকা পাখি
হয়ে বসে থাকি, ভাবনা রাখি
শুকনো ডালে এলোমেলো হাওয়া
letras aleatórias
- letra de yes he will - jasmyn ferson
- letra de dare - dungeons - dare
- letra de freeze my love - adam green
- letra de el colador de la duda - lázaro cristóbal comala
- letra de financial controller - tebi rex
- letra de down on my bended knee (take 1) - king solomon hill
- letra de falling in love with a stranger - jem and the holograms
- letra de alles was sie will (english) - kontra k
- letra de you changed - pleasure p
- letra de wachu want - gabeo