letra de chhoddobeshe - shitom ahmed & farooque bhai project
[pre-chorus: sh-tom ahmed]
আজও তাই
গোপনে
করি যা বলা আছে না করতে
মনে যা
আছে তা
বলে দিলে কিন্তু ঘাবড়াবে
[chorus: sh-tom ahmed]
সবাই জানে শান্ত
ওরা খুবই ক্লান্ত
আমি হেঁটে যাবো, তুমি দৌড়াবে
এ শহরের আমি অলিগলি জানি
তবুও কেন চলি ছদ্মবেশে?
সবাই জানে শান্ত
ওরা খুবই ক্লান্ত
আমি হেঁটে যাবো, তুমি দৌড়াবে
এ শহরের আমি অলিগলি জানি
তবুও কেন চলি ছদ্মবেশে?
[verse: farooque bhai project]
yea, sh-tom
farooque bhai, huh!
কালো ছিল আমার সকালে
বিকালেও বাধা তোমার শিকলে
trust issues আমাকে শিখালে
আর worst প্রেমের কবিতা লিখালে
[chorus: farooque bhai project]
এখন এত শান্ত
ওরা যদি জানতো
তুমি সব জেনে বলো, “no problemo”
এ শহরে তুমি
প্রেমের মরুভূমি
এসে পড়ো এখনই, দূরে কেন?
এখন এত শান্ত
ওরা যদি জানতো
তুমি সব জেনে বলো, “no problemo”
এ শহরে তুমি
প্রেমের মরুভূমি
এসে পড়ো এখনই, দূরে কেন?
এসে পড়ো এখনই, দূরে কেন?
[pre-chorus: sh-tom ahmed]
আজও তাই
গোপনে
করি যা বলা আছে না করতে
মনে যা
আছে তা
বলে দিলে কিন্তু ঘাবড়াবে
[chorus: sh-tom ahmed]
সবাই জানে শান্ত
ওরা খুবই ক্লান্ত
আমি হেঁটে যাবো, তুমি দৌড়াবে
এ শহরের আমি অলিগলি জানি
তবুও কেন চলি ছদ্মবেশে?
সবাই জানে শান্ত
ওরা খুবই ক্লান্ত
আমি হেঁটে যাবো, তুমি দৌড়াবে
এ শহরের আমি অলিগলি জানি
তবুও কেন চলি ছদ্মবেশে?
letras aleatórias
- letra de rewind! - lebxanon
- letra de крик - amchi
- letra de oasi - studio murena
- letra de spell pon mi - prince amine
- letra de bed - syarahhhhhhh
- letra de african samurai - ikayinfinite
- letra de eternal respect - razakel
- letra de orchids in the evening - lorelei rose taylor
- letra de sad ili nikad - anica milenković
- letra de heels - nic d