letra de shuvro rongin - shironamhin
Loading...
[verse 1]
শুভ্র রঙ্গীন
আকাশেরও দিন
তোমায় সেই জনতার গল্প শোনায়
অলস দুপুর
ক্লান্ত নূপুর
স্বপ্ন দেখায় তারায় তারায়
স্বপ্ন দেখি
সবুজ নিশান
তোমায় নিয়ে জলসা দেখা
লড়াই যেমন
ঝড়ের রাতে
হেরে গেলেও বাঁচতে শেখা
[chorus]
শুভ্র রঙ্গীন
আকাশের দিন
তোমায় গল্প শোনায় সেই জনতার
লড়াই শেখায়
তোমায় আমায় (উহু)
come on baby, light my fire
[verse 2]
তোমায় দেখে
কাঠবেড়ালী
লেজ উঁচিয়ে আদর চায়
গোধূলী নাচে
রাঙ্গা আলোয়
বাঁচার নেশায়, মুক্তি পায়
মুক্তির দিন
রঙ্গিন রঙ্গিন
মেলে পাখা, জেগে থাকা
আগুন রঙ্গিন
রক্তের দিন
তোমায় নিয়ে বাঁচতে শেখা
[chorus]
শুভ্র রঙ্গীন
আকাশেরও দিন
তোমায় সেই জনতার গল্প শোনায়
লড়াই শেখায়
তোমায় আমায় (উহু)
come on baby, light my fire
letras aleatórias
- letra de танатофобия(thanatophobia) - уoungog
- letra de who's my bitch? - ashley breathe
- letra de i've got a feeling i'm falling - mel tormé & red norvo trio
- letra de liboso na yo - aime nkanu
- letra de nevada - kerala dust
- letra de only the strong survive - pe$o pete
- letra de der rebe elimeylekh - hugo weisgall
- letra de contradiction - mazz (uk)
- letra de пустой (empty) - loveelose
- letra de sea glass - yazmin lacey