letra de porichoy - shironamhin
Loading...
দেহের ভিতর রাখলাম যারে
সে আমার থাকলো না রে
খাঁচার পাখি কখন কি আর
মনের পাখি হয়?
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়?
কথায় কথায় মনের ছায়া
সবুজ আলোয় দিচ্ছে মায়া
কথায় কথায় মনের ছায়া
সবুজ আলোয় দিচ্ছে মায়া
অবাক আলোয় মনের পাখি
মনের কথা কয়
বনের পাখি খাঁচায় থাকে
এমনি কি আর হয়?
লালন বলে খাঁচার কি দোষ
দুয়ার থাকলে খোলা?
মনের দুয়ার বন্ধ হলে
সময় যে সব যাবে চলে
লোহার খাঁচার ছোট্ট ঘরে
কোন পাখি কি রয়?
আট কুঠুরি নয় দরজা
সে তো খোলার নয়
আট কুঠুরি নয় দরজা
সে তো খোলার নয়
তোমার আমার এই পরিচয়
সত্যি হবার নয়
letras aleatórias
- letra de najnudniejszy - tmk aka piekielny
- letra de kayak - the pier (ita)
- letra de никотин (nikotin) - ronnie white (russia)
- letra de elimde duran fotoğrafın - bergen
- letra de naar beneden - mario kartel
- letra de carry me - andrea hamilton
- letra de accalmie - la canaille
- letra de eat your heart out - drayco mccoy
- letra de fault - kaleem taylor
- letra de me & stage - sayntfed