letra de ticket lo (টিকেট ল) - shezan
[intro: nas]
what’s up?
ayo, i know you ain’t talking ’bout me dawg
(you, what?)
you been on my d-ck, n-gga
you love my style, n-gga
[verse 1: shezan]
চোরে-চোরে মামতো ভাই, হইসে এলা থামতো ভাই
খায়া লইয়া কাম তো নাই নাম বেইচ্চা নাম টোকাই
গান না গলা বাইরায় যেডি ব্যাকটি রাম ভোদাই
তোরা বাজোস মাইনষের লগে, রাস্তায় বাজে আমগোডাই
ওরা খ্যাচ খাইয়া যায় কারণ তর ভাই ফাও মজে না পিরিতে
diss দিয়া loss করোস নাই সাঁপ চিনলাম free-তে
পলায় পলায় গান হুনে আর জিগাইলে কয়, “না, মিয়া”
সামনে আইয়া বাপ কয় যেডি পিস’দা গাইল্লায় ‘মা’ নিয়া
diss দিতে আহে নকলায় পিসলায় কলার ছোকলায়
we gettin’ bags কিন্ত তর নজর তো পোটলায়
পাও ফালায় চল পায়ে বাজিস না
হ, বড় হবি বাজান বড় সাজিস না
আমরা beat sell-এই ঘর চালাই
son who you testing?
গাড়ির চাক্কা-চর-চ্যাক্কা বেইচ্চা টানে pasting
এডি আজকা তরতে কাইলকা ওরতে আর কিছু নাই অওকাদে
আমরা মুজা পিন্দা লাইসি হপায় আরেকজনের পাও চাডে
তরা খাইয়া হালাস মুখ পুইছা, পুছার আগে শরম কর
আমার মা’রে গাইল্লাস, আগে তর মায়রেও স্মরণ কর
গল্লির কোণে বাড়ির মোড়ে ডাক পাড়ে মরণ তর
কে যায় আগে? কে যায় পরে নিয়তির খেল ভয়ংকর
আর তুই লবি কেমনে যেইডা উপর ওয়ালায় দিসে
বাজান, আগে যাবি কেমনে পইড়া থাকলে মাইনষের পিছে
এডি fame পাওয়ার game না পাইয়া চাস reply
original gangsta সরকারি চাকরির apply কইরা reject
diss কইরা গান share চান
পোলাপান রাস্তায় টান খাইয়া পইড়া থাকলে বাঁচাইবো না sij-এ
বুঝবা, pickup লইলে উষ্ঠা, গলা হুগায় গেলে আয় চো shezan-এর juice খা
পরীখোর, beat চোর, চোরে-চোরে মানিকজোড়
আমগো ডাবায় উইঠা যাইবি?
হুনসি master planning তোর
দোকান চালায় চইলা যা, ঘরের বাজার কইরা খা
(লইসি তো লইয়া লইসি) এলা মুহে লইয়া বয়া থাক
[pre- chorus: shezan]
পিনিক কাডনের টনিক, তর পাড়ায় আমগো গান চলে
হুইন্যা তর জ্বলে ক্যা ত’লে?
ask me if i’m tryna kick knowledge
nah, i’m tryna kick the sh-t you need to learn though
আমগো নাম লওয়ার পরেই মাইনষে চিনসে নাম তোর
[chorus: shezan]
হাঁ, সিল্লি sij joker, সব গানে same flow কার?
পরিচয় দেস বোকার, last round game over
হাঁ, সিল্লি sij joker, সব গানে same flow কার?
পরিচয় দেস বোকার, last round game over
হাঁ, চাইট্টা ভাও পাস নাই আয় ল তাইলে diss দে
carrier down, বাজান, আয় ল তাইলে diss দে
কাগো market চালু হেগোই diss দে
১২ বছর যাইবো আরো উঠতারবিনা নিচতে
[interlude: shezan]
আমরা bar এর pickup দেই হুদা bike-এর না
আর তুই মাডের madel দেহালি? যেডি mic-এর না!
[verse 2: shezan]
লাগাইলি খ্যাচ্, ক্যা বেশি বুঝলি?
ভাব লইলি bruce lee, তয় খাইলি চুষলি
যা করবি খরচা হইবো না উসলি
ল বিলাই চিমটি তর গায়ে খুজলি
যত চুলকাইবি চুলকানি বাড়বোই
তুই damage মাল আর আমরা sharp-ওই
মালখোররে জিগাই তর bar কই?
হোগা পাইত্তা দিলে সবাই মারবোই
ছয় বছর গেছে জিহ্ববা ধার দিয়া
কলমে না এডি লেখা খার দিয়া
বান্দির মুখ বাইন্দা রাহি bar দিয়া
ঘাউরা ঘরে পাডাই আমরা খার দিয়া
যারা গেসোতগা আয়া পড় u turn-এ
গাড়ি চলে না ভাতিজা neutral-এ
চুপ থাকলে কারো সয় না
কারণ দেশো কথা কইলে আমরা তোগো view বাড়ে
আমরা commercial গানেও bar দেই
নয়-নশু পাড় দেই, ক্যাচালে ছাড় দেই না
দুই দিন পর পরই সুর change করোস
খ্যাচ্ লাগাইসোস নিজের স্বার্থে না?
এহন বুলি ফুইটা গেছে সেইসব বুলবুলির
যেডি কথা কইতারে নায় ডরে
দেশে খানকির পোলা দেখসি বহুত বাজান
কিন্ত পোলা খানকি দেখলাম তরেই
[outro: shezan]
শরম থাকলে আর আইস না
দশ দিনের fame মোবারক তগো
কাকে ল্যাড়তে যেয়ে কাকে ল্যাড়েছিস বে, ব্যাটা?
ওয়াক, থু
letras aleatórias
- letra de my girl - lil bandit
- letra de kafa 3 numara - kötü örnek
- letra de irgendwie irgendwann - lara (deu)
- letra de miklo - kalazh44 & underarmor clique
- letra de neden - tablo (tr)
- letra de 4 savage - ktstherapper
- letra de la yz - ice coly
- letra de 無礼者たちへ (this is the thanks i get?!) - walt disney records
- letra de carousel - ghostly kisses
- letra de i've just had explosive diarrhea - untraceable records