
letra de pick up - shezan
[intro: shezan]
shezan on the beat
[chorus: shezan]
ডাক দিলেই বইস না
আর যা লবি ল, কইস না
বাজান, ডাক দিলেই বইস না
আর যা লবি ল, কইস না
হুদাই পিনিক দিলেই সইস না
নয়া নাগর পাইলেই হুইস না
হুদাই পিনিক দিলেই সইস না
pick up যেনো-হেনোই লইস না
খাড়ো, ডাক দিলেই বইস না
আর যা লবি ল, কইস না
বাজান, ডাক দিলেই বইস না
আর যা লবি ল, কইস না
হুদাই পিনিক দিলেই সইস না
নয়া নাগর পাইলেই হুইস না
হুদাই পিনিক দিলেই সইস না
pick up লইস না
[verse 1: mynoddin]
এই মঞ্চ কাঁপাইতে আইলো গঞ্জ থেইকা ভাই
স্মরণ কইরা রাখবা হারা জীবন কী বুঝাইতে চাই
খাই-দাই যহন যেইডা ঐডা কাউরে কইতে নাই
কাকা, labour গো ছাড়া একা দেয় ঢালাই
বাড়ির কাম বাড়ির ভিত্তে চলে
ডলে আহেন দেহেন কাকু
এডা আর কেউ না আপনের মাইজ্জা পোলা সাকু
পাংকু, তিনবেলা ভালাই রাইতে ঠেক দিয়া লায় চাক্কু (কে?)
তয় বাডে পইড়া খাটে কাইন্দা মরে ওরতে বড় ডাকু
তাড়াতাড়ি কর ময়না, ঠোল্লা ধরলে ছাড় সোনা
সাল্লু চাল্লু কইরা বানা, দুঃখ বুঝে কয়জনা?
যেডি স্বার্থের লোভে গর্তে পইড়া হইয়া রইছে কানা
ঐডি কষ্ট ভুলার লাইগা দেহি গালাইতেসে দানা
না, না এমনে কইরা কেমনে কইরা চলবো দেশ (কইরে?)
মানুষ দি পিল গালায়া scene দেহায়া শেষ
আবার কয়, “গাছ লাগান বাঁচান পরিবেশ”
এডি হইলো সাধুবেশে লম্পট, সব ভণ্ড দরবেশ
[chorus: shezan]
ডাক দিলেই বইস না
আর যা লবি ল, কইস না
বাজান, ডাক দিলেই বইস না
আর যা লবি ল, কইস না
হুদাই পিনিক দিলেই সইস না
নয়া নাগর পাইলেই হুইস না
হুদাই পিনিক দিলেই সইস না
pick up যেনো-হেনোই লইস না
খাড়ো, ডাক দিলেই বইস না
আর যা লবি ল, কইস না
বাজান, ডাক দিলেই বইস না
আর যা লবি ল, কইস না
হুদাই পিনিক দিলেই সইস না
নয়া নাগর পাইলেই হুইস না
হুদাই পিনিক দিলেই সইস না
pick up লইস না
[verse 2: shezan]
pickup চলে গল্লির মোচড়ে
কাপসি খা যায়া দিনে-দুপুরে
ভাইঙ্গা বোতল চান্দির উপরে
ঠোল্লা দেইখ্যা দৌড়ের উপরে
কামভারী চলে ঘোপের ভিতরে
চিকনে মাল লইয়া টাইনা-টুইন্না
বাইত গিয়া high হইয়া
চোখে লালবাত্তি চালু দরে কল পাড়ে
মাথার উপর পানি ঢালে কাইত হইয়া
music সারা এলাকায় হুনে
নতুন গান পুরান ঢাকায় হুনে
দোকানপাটে বইয়া কাকায় হুনে
তোর বাবু মাথা ঝাঁকায় হুনে
আবুলের ভাই বাবুল হুনে
double deckset লাগায় হুনে
বাঁশি টান দিয়া বাবায় ঝুমে
জাগায় খাইয়া জাগায় ঘুমে
সালিস বইসে মাঠ পাড়ে
দেখ চোরের সাক্ষী বাটপারে
কম খাইতে কইসে ডাক্তারে
ওয় আরেকজনের ভাত মারে
এই বয়সো আমগো গান বেইচ্চা view কামাইলি কয়’শ?
break চাবি দে ফিরা চালাইস আগে জমা হালাইস ছয়শ
সবই মালিকের মন মর্জি আজকের রাজা কালকের মুচি
বুজ্জির বহুত উচা রুচি বাইত্তে বদনাও লাগে gucci
হ, রে বুঝি তোর খাসলত সব এনে খ্যাচ করনের ধাত
তুই তো ব-ল-দ ভালা মানুষ, বকলমের জাত
[chorus: shezan]
আরে মাইনকা, ডাক দিলেই বইস না
আর যা লবি ল, কইস না
বাজান, ডাক দিলেই বইস না
আর যা লবি ল, কইস না
হুদাই পিনিক দিলেই সইস না
নয়া নাগর পাইলেই হুইস না
হুদাই পিনিক দিলেই সইস না
pick up যেনো-হেনোই লইস না
খাড়ো, ডাক দিলেই বইস না
আর যা লবি ল, কইস না
বাজান, ডাক দিলেই বইস না
আর যা লবি ল, কইস না
হুদাই পিনিক দিলেই সইস না
নয়া নাগর পাইলেই হুইস না
হুদাই পিনিক দিলেই সইস না
pick up লইস না
letras aleatórias
- letra de itaca - 9 days to kill
- letra de believe nigeria - vblaiz
- letra de puiule - cosmo (rou)
- letra de kaikki loppuu - eevil stöö
- letra de bogat sarac - chimie
- letra de mar - león larregui
- letra de checks - jkellz
- letra de bad break - pop etc
- letra de yana yakıla - rafet el roman
- letra de last song (jay) - idk